Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Peacock feather Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে ময়ূর পালক! রাখুন ঘরের এই দিকে

Advertisements
Advertisements

Peacock feather Vastu Tips: বর্তমানে মানুষের আয় কম কিন্তু ব্যয় বেশি। আবার কিছু কিছু মানুষের জন্মের ছকে গ্রহের অবস্থান এমনভাবে হয় যে তার হাতে অর্থ আসলেই তা খরচ হয় জলের মতো। তারা টাকা রাখতে পারেনা কিছুতেই।

Advertisements

জ্যোতিষ মতে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ময়ূরের পালক। তাই বাস্তু মেনে সঠিক ব্যবহার করলে তার জীবন থেকে অর্থকষ্ট দূর করতে পারে।

বাস্তু মতে ময়ূরের পালকের ব্যবহার

বাড়িতে ময়ূরের পালক রাখা খুবই শুভ হলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ মন্দিরে ময়ূরের পালক রাখলে সাফল্য আসে বলে বিশ্বাস করেন মানুষ। বিশেষ করে শ্রাবণ মাসে ময়ূরের পালক ঘরে আনার উপদেশ দেন বাস্তুবিদরা। তবে, ভুল করেও কখনো ঘরের উত্তর-পূর্ব দিকে ময়ূরের পালক রাখা উচিত নয়। বাস্তু মতে ঘরের উত্তর-পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে নেতিবাচকতা বৃদ্ধি পায় ফলে পজিটিভ শক্তি আসে না। এতে অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

ঘরের কোন দিকে ময়ূরের পালক রাখা উচিত?

বাস্তু মতে ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে রাখা উচিৎ। কারণ ঘরের দক্ষিণ পশ্চিমে ময়ূর পালক রাখলে নেতিবাচকতা দূর হয়ে যায় ফলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং সৌভাগ্য ফেরে সংসারের। অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আবার ভুল করে কেউ সম্পদের স্থানে ময়ূরের পালক রাখেন। জানিয়ে রাখি, সম্পদের স্থানে ময়ূর পালক কখনই রাখা উচিত নয়। দেবী সরস্বতী ছবির সামনে ময়ূর পালক রাখলে তা শুভ বলে কথিত আছে । এতে রাহুর দোষ কেটে যায়।

বিঃদ্রঃ kajersugog.com কোন কুসংস্কারে বিশ্বাসী নয়। সম্পূর্ণ প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের অনুসারে লেখা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।