Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Aloe vera Vastu Tips: চুম্বকের মত টাকা টানে অ্যালোভেরা গাছ, লাগান বাড়ির এই দিকে

Advertisements
Advertisements

Aloe vera Vastu Tips: কাজ থেকে বাড়ি ফেরার পর এক কাপ কফি হতে বারান্দায় বসতেই দেখলেন সামনে সবুজের সমারোহ। কেমন লাগবে! সাধের বারান্দা জুড়ে রয়েছে ফুল গাছ, পাতাবাহারি আরো কত কী। আসলে এই সবুজে সমাহার যেন আমাদের চোখে আরাম দেয়। বর্তমানে ফ্ল্যাটের এক চিলতে বারান্দায় সুন্দর সুন্দর গাছ লাগিয়ে নিজের শখ পূরণ করে‌।

Advertisements

কিন্তু কেবলই কী শখ! প্রতিটি জিনিসে বিশেষ শক্তি রয়েছে, এমনই বলছে বাস্তুশাস্ত্র। শুধু ঘরে রাখা জিনিস নয় গাছ গাছালিতে বিশেষ শক্তি রয়েছে। অনেকেরই এখন ছোট্ট বারান্দায় ফুল গাছের পাশাপাশি থাকে অ্যালোভেরা বা মানিপ্লান্ট। তা যে কেবল শোভাবর্ধন করে তা নয় বাস্তুতেও কিন্তু এর প্রভাব পড়ে। জানেন অ্যালোভেরাকে ইতিবাচক শক্তির উদ্ভিদ হিসেবে মনে করা হয়! বাস্তুমতে বাড়িতে অ্যালোভেরা রাখলে কি হয় জানেন! কোনদিকে অ্যালোভেরা গাছ লাগানো উচিত! চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনেকেই অ্যালোভেরা গাছ লাগান রূপচর্চা বা স্বাস্থ্যের জন্য। কিন্তু বাস্তু বিশেষজ্ঞদের মতে এই গাছ জীবনে পজেটিভ শক্তি বয়ে আনে। অ্যালোভেরাতে যেমন রয়েছে ঔষধি গুণ তেমনই এতে কেটে যায় বাস্তু দোষ। বাড়ির এই বিশেষ দিকে অ্যালোভেরা গাছ রাখলে বিভিন্ন সমস্যা কেটে যায়।

যদি দেখেন যে কর্মক্ষেত্রে আপনার সর্বস্ব দেওয়ার পরেও সেখানে উন্নতি লাভ হচ্ছে না, টাকা রোজগার করলেই সেই অর্থ হাতে থাকছে না সেক্ষেত্রে বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগালে কর্মক্ষেত্রের উন্নতি হয় ও আর্থিক অনটন কেটে যায়।

কোনদিকে অ্যালোভেরা গাছ  লাগালে অর্থ আসে? (which direction to keep aloe vera plant)

বাড়ির দক্ষিণ-পূর্ব দিকেও অ্যালোভেরার গাছ লাগাতে পারেন এতে আর্থিক সমস্যার সমাধান হয়। যদি দেখেন সংসারে সব সময় অশান্তি লেগে রয়েছে তাহলে সংসারের সুখ সমৃদ্ধি বাড়াতে বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ রাখুন। পূর্ব দিক সূর্যদেবের দিক এইদিকে অ্যালোভেরা লাগালে আত্মবিশ্বাস বাড়ে।

তবে মনে রাখবেন বাড়ির পূর্বদিকে যদি অ্যালোভেরা গাছ বসান তাহলে উত্তর-পূর্ব দিকে কোনো বড় গাছ রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা বাড়বে। বাস্তু বিশেষজ্ঞদের বিশ্বাস এলোভেরা গাছ সঠিক দিকে লাগালে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। নেগেটিভ শক্তি বেরিয়ে পজেটিভ শক্তি সঞ্চারিত হয়। জীবনে আসা সব ধরনের বাধা দূর করতে এই গাছটি দারুন উপকারী।

বিঃদ্রঃ kajersujog.com কোনো কুসংস্কারে বিশ্বাসী নয়। সম্পূর্ণ প্রতিবেদন বাস্তু বিদদের মতে লেখা হয়েছে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।