Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Vastu Tips for Money Plant: কোটিপতিদের বাড়িতে থাকে এই গাছ, টাকা টানে চুম্বকের মতো!

Advertisements
Advertisements

Vastu Tips for Money Plant: পৃথিবীতে এমন প্রচুর গাছ আছে, যে গাছের দ্বারা কঠিন রোগ নিমিষে সেরে যায়। কিন্তু এছাড়াও বাড়ির অন্দর সজ্জার জন্য বিভিন্ন ধরণের উদ্ভিদ লাগানো হয়।অনেকে অর্থ সুখ বজায় রাখতে নানান ধরনের উদ্ভিদ বাড়িতে নিয়ে আসেন বাস্তুশাস্ত্র মেনে। আর এই শাস্ত্রেই উল্লেখ করা আছে বাড়িতে সুখ শান্তি ও পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তি বজায় রাখতে কোন কোন গাছ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী।

Advertisements

যে গাছগুলি বাড়িতে লাগানো হবে তা শুভ বলে মনে করা হয়। অনেকেরই মাথায় আসে অর্থনৈতিক সমস্যা দূর করতে মানিপ্ল্যান্টের কথা মনে আনেন। জানেন কি মানিপ্ল্যান ছাড়াও রয়েছে আরতি কার্যকারী গাছ যা সংসারের অর্থ কষ্ট মিটিয়ে দেয়। সেই গাছটির নাম ক্রাসুলা ওভাটা। সংসারে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হলে এই গাছ অনেক উপকার করে কিন্তু কোথায় রাখতে হবে? এই গাছ ঘরের কোন স্থানে রাখলে কার্যকরী বেশি? বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে।

ঘরের কোন স্থানে রাখতে হবে? ক্রাসুলা ওভাটা

বাস্তুশাস্ত্রদের মতে বাড়িতে ক্রাসুলা ওভাটা (crassula ovata) গাছ লাগানো খুবই শুভ। কারণ নেতিবাচক শক্তিকে দূর করে পজিটিভ শক্তি সঞ্চয় করে এই গাছ ফলে সংসারে অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যায়। বাস্তুমতে ক্রাসুলা ওভাটা বাড়ির মূল প্রবেশদ্বারে রাখতে হবে। ব্যবসা যাদের খারাপ যায় তাদের ও আর্থিক উন্নতির পথ খুলে দেয় এই গাছ। এই গাছটি আবার কুবের প্লান্ট নামেও পরিচিত।

বিঃদ্রঃ kajersujog.com কোনো কুসংস্কারে বিশ্বাসী নয়। সম্পূর্ণ প্রতিবেদন বাস্তু বিদদের মতে লেখা হয়েছে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।