Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

নামটাই কাফি, নতুন রূপে ফিরছে আইকনিক বাইক Yamaha RX 100, জানুন আনুমানিক দাম

Advertisements
Advertisements

Yamaha RX 100: পূর্বে ভারতের রাস্তায় রাস্তায় দাপিয়ে বেরিয়েছিল এই Yamaha RX 100। ১৯৮৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই বাইকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তুই স্ট্রোক গিয়ারের একদম প্রথম সারির বাইক ছিল Yamaha RX 100।

Advertisements

বর্তমানে সময়ের সাথে সাথে প্রচুর বাইক মার্কেটে এসেছে এবং নজর কেড়েছে। আজও এমন কিছু গ্রাহক রয়েছেন যারা Yamaha RX 100 ক্রেজ আজও ভোলেন নি। এবার সেই নস্টালজিয়ার বাইক ফিরতে চলেছে ভারতের বাজারে। সেই সঙ্গে কামব্যাক করতে চলেছে yamaha সংস্থার আরও জনপ্রিয় বাইকগুলো।

Yamaha RX 100 Come Back

সসময় কিছুটা পেরিয়ে গেলেও আবার নিজেকে নতুন ভাবে চেনাতে আসছে Yamaha RX 100। সম্প্রতি খবর অনুযায়ী জানা যাচ্ছে আইকনিক Yamaha RX 100 নতুনভাবে প্রত্যাবর্তন করতে চলেছে। বাইকটিতে থাকবে অতিরিক্ত শক্তি এবং আকর্ষণীয় হয়ে উঠবে রাইডাক দের কাছে। ২০২৬ সালের নতুন অবোতারে বাইকটি কামব্যাক করবে বলে মনে করা হচ্ছে।

Yamaha RX 100 Specification

অত্যাধুনিক ফিচারস এর সঙ্গে দেখতে পাওয়া যাবে Yamaha RX 100। বাইকটিতে থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মোবাইল কানেক্টিভিটি অপশন, মোবাইল চার্জিং সাপোর্ট, ডিজিটাল স্পিডোমিটার ও ডিস্ক ব্রেক।

Yamaha RX 100 Engine Details

নতুন রূপে Yamaha RX 100 আসছে বলে আরও আকর্ষণীয় হচ্ছে এই বাইকটি। বাইকটিতে আগে 2 স্ট্রোক ইঞ্জিন সহ আসতো যা বর্তমানে ভারতে নিষিদ্ধ। তাই ফোর চোপ 225 সিসি BS Vi ইঞ্জিনসহ বাইকটি লঞ্চ করবে Yamaha সংস্থা। ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তির পরিমাণ হবে 20 bhp আর টর্কের পরিমাণ 19.93nm। সংস্থার দাবি অনুযায়ী এই বাইকের মাইলেজ ৬৫ কিমি প্রতি লিটার দেবে।

Yamaha RX 100 Price

জানা যাচ্ছে এই বাইকের প্রারম্ভিক মূল্য ১.৪০ লক্ষ টাকা রাখা হতে পারে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।