Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

8th Pass Sarkari Chakri 2024: ৫০ নম্বরে পরীক্ষা, অষ্টম শ্রেণী পাশে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, বেতন ১৮০০০ টাকা

Advertisements
Advertisements

8th Pass Sarkari Chakri 2024: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুযোগ! ৫০ নম্বরে হবে পরীক্ষা, অষ্টম শ্রেণী পাশে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, বেতন ১৮০০০ টাকা। সম্প্রতি ভারত সরকার অধীনস্থ অ্যারোনটিকেল ডেভলপমেন্ট এজেন্সি অর্থাৎ Aeronautical Development Agency সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে যে পদে কর্মী নিয়োগ হবে সেটি হল ‘ড্রাইভার’।

Advertisements

তবে, কিভাবে আবেদন করবেনা? কতই বা মাইনে পাবেন জানেন কি? চলুন সেটাই এবার একনজরে জেনে নেওয়া যাক।

8th Pass Sarkari Chakri 2024:

পদের নাম: ড্রাইভার

শুন্যপদের সংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা

  1. এই পদে আবেদন করতে হলে প্রাথীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  2. প্রাথীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  3. আবেদনকারীকে হালকা ও ভারী যানবাহন চালানোর লাইসেন্স পেতে হবে।

মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীকে ১৮,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

বয়সসীমা: এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: রাজ্যে প্রায় ১ মাস গরমের ছুটির ঘোষণা! কবে থেকে স্কুল ছুটি?

কিভাবে আবেদন করবেন? (How to apply?)

এই পদে কর্মরত প্রাথীকে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। যেখানে ট্রাফিক আইন, রোড সেফটি ও ভেহিকল মেকানিজম হিসেবে পরীক্ষা নেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষার পর প্রাকটিক্যাল টেস্ট হবে। আর সেখানে নেওয়া হবে ড্রাইভিং টেস্ট। আর এই দুটি পরীক্ষায় যে প্রাথীরা সফল হবেন তাদেরই যোগ্য প্রাথী হিসেবে বেছে নেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট (www.ada.gov.in)

আরও পড়ুন: কলকাতা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি

* কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। আবেদন করার আগে নোটিফিকেশনটি ভালো ভাবে পরে নেবেন।

 

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।