Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

AAI Junior Executive Recruitment 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় ৪৯০ টি শূন্যপদে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন করুন

Advertisements
Advertisements

AAI Junior Executive Recruitment 2024: বেকারদের জন্য এল বড়সড় সুখবর! এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 490 টি শূন্যপদে কর্মী নিয়োগ! অনলাইন আবেদন করতে পারবেন আজই। প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, সম্প্রতি বেকারদের জন্য রয়েছে বড়সড় সুখবর।

Advertisements

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রচুর সংখ্যক লোক নিচ্ছে। কিন্তু কিভাবে আবেদন করবেন? আর শেষ তারিখই বা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

AAI Junior Executive Recruitment 2024

পদের নাম

  1. জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার)
  2. জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল)
  3. জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিকাল)
  4. জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স)
  5. জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি)

আরও পড়ুন: লোনের কিস্তিতে স্বস্তি! EMI নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল RBI

শুন্যপদের সংখ্যা: ৪৯০ টি

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে প্রাথীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। এমনকি মাস্টার্স ইন কম্পিউটার এপ্লিকেশন অর্থাৎ MCA করলেও হবে।

মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীরা ৪০,০০০টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পেতে পারেন।

বয়সসীমা: এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১.৫.২০২৪ অনুযায়ী ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে কত টাকা লাগবে?

সাধারণত আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, শিক্ষানবিশ (যাঁরা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সম্পূর্ণ করেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে), মহিলা – এইসব আবেদনকারীদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি নেই। অর্থাৎ তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন তাঁরা।

কিভাবে আবেদন করবেন? (How To Apply For AAI Junior Executive Recruitment 2024?)

  1. আবেদন করার জন্য প্রাথীকে প্রথমেই আপনাকে চলে যেতে হবে এয়ারপোর্ট অথোরিটির অফিসিয়াল ওয়েবসাইটে https://www.aai.aero/
  2. এরপর ওয়েবসাইটে একটু নিচের দিকে স্ক্রোল করলেই আপনি একটি “CAREERS” অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  3. এরপর একটি নতুন ট্যাব খুলে যাবে যেখানে আপনি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাবেন।
  4. অফিসিয়াল নোটিফিকেশনের পাশেই “Registration Link”এর একটি অপসন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে প্রথমে আপনাকে ফোন নাম্বার ও ইমেইল আই ডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  5. রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি আবেদনের জন্য লগ ইন আই ডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  6. এরপর আপনি আই ডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে জাবতিয় নথি সাবমিট করে দিতে হবে।
  7. যেকোনো সমস্যার জন্য আপনারা +917353927979 যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: মাত্র ৩০১ টাকায় মিলবে রান্নার গ্যাস! জানুন কারা পাবেন?

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আবেদন শুরু: 02/04/2024

আবেদন শেষ: 01/05/2024

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।