Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Rose valley Refund process: রোজভ্যালির ৯০০ কোটি টাকা ফেরত দিচ্ছে, আপনার নাম চেক করুন

Advertisements
Advertisements

Rose valley Refund process: রোজভ্যালি এই নামটি বহু মানুষের জীবনের সঙ্গে রীতিমতো আতঙ্কের মতো জড়িয়ে আছে। কেননা বহু আমানতকারী নিজেদের জীবনের শেষ সম্বলটুকু খুইয়েছেন এই চিট ফান্ডে রেখে। আর এবার সেইসব আমানতকারীদের জন্য এল বড়সড় সুখবর। এবার তারা পেতে চলেছেন টাকা। ইতিমধ্যে চালু করা হয়েছে ওয়েবসাইটও। আর এই ওয়েবসাইটের মাধ্যমেই আমানতকারীরা টাকা ফেরত পাবেন। চলুন বিস্তারিতভাবে গোটা বিষয়টি জেনে নেওয়া যাক।

Advertisements

ঘটনাটি আসলে কি হয়েছিল? (What actually happened?)

২০১৩ সালে সারদা কেলেঙ্কারি ধরার পরপরই রোজ ভ্যালির পর্দাও ফাঁস হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলায় তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি। গ্রেফতার হয়েছিলেন সংস্থার মালিক। বাজেয়াপ্ত করা হয়েছিল সম্পত্তি।
এবার জানা যাচ্ছে যে, সেই সম্পত্তি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। যদিও সব আমানতকারীকেই যে সব টাকা ফিরিয়ে দেওয়া হবে।

রিপোর্টে কি বলা হয়েছে? (What did the report say?)

রিপোর্টে বলা হয়েছে যে, রোজভ্যালির যে পরিমান সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এছাড়াও ইডির কাছে সংস্থার ৮০০ কোটি টাকা নগদ আছে। রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় ৬০ লক্ষ মানুষ। আর তাঁদের মোট আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটি টাকা।

রোজ ভ্যালির টাকা কিভাবে ফেরত পাবেন? (How to get money back from Rose Valley?)

  1. রোজ ভ্যালিতে জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্যে প্রথমেই আমানতকারীকে www.rosevalleyadc.com – ওয়েবসাইটে আবেদন করতে হবে।
  2. এরপর ওয়েবসাইটে ক্লিক করার পর ‘continue’তে ক্লিক করতে হবে।
  3. তারপর ‘ইনভেস্টার্স’ ও ‘আপলোড সার্টিফিকেট’ এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।