Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

IISER Recruitment 2024: রাজ্যের গবেষণা কেন্দ্রে চাকরি সুযোগ, পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে আবেদন করুন

Advertisements
Advertisements

আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড়সড় সুখবর! কেননা, Assistant Engineer (Civil), Technical Assistant পদে লোক নিয়োগ করা হবে। তাহলে আর দেরি না করে আবেদন করুন। চলুন আবেদনের পদ্ধতি জেনে নেওয়া যাক।

Advertisements

কোন কোন পদে নিয়োগ করা হবে? (IISER Recruitment 2024)

Assistant Engineer (Civil), Technical Assistant পদে নিয়োগ করা হবে। 

শুন্যপদের সংখ্যা?

শুন্যপদ: এক্ষেত্রে মাত্র ২ টি পদে লোক নিয়োগ করা হবে।

কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে?

Assistant Engineer (Civil) পদের UR ক্যাটাগরিতে ১ জনকে নিয়োগ করা হবে। Technical Assistant পদের UR ক্যাটাগরিতে ১ জনকে নিয়োগ করা হবে

কারা আবেদন করতে পারবেন?

পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

বয়স: বয়সের কথা বলতে গেলে বলা যায় যে, Assistant Engineer (Civil) পদের জন্য প্রার্থীর বয়স ৩৮ বছর হতে হবে। আর Technical Assistant পদের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছর হতে হবে

শিক্ষাগত যোগ্যতা?

  1. Assistant Engineer (Civil) পদে চাকরি করতে হলে প্রার্থীকে অতি অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণির সাথে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণ, রক্ষণাবেক্ষণ বা তার উপরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে ৩ অথবা ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  2. Technical Assistant পদে চাকরি করতে হলে প্রার্থীকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ল্যাবরেটরি প্রতিষ্ঠানে উন্নত অত্যাধুনিক যন্ত্র সহ গবেষণা সরঞ্জাম পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বেতন: Assistant Engineer (Civil) পদে যিনি চাকরি পাবেন তাকে পে লেভেল-৭ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। আর যিনি Technical Assistant পদে চাকরি পাবেন তাকে পে লেভেল-৬ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে

কিভাবে আবেদন করবেন? ( How to Apply For IISER Recruitment 2024)

  1. আবেদন করতে হলে প্রার্থীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) Berhampur এর অফিসিয়াল ওয়েবসাইটের iiserbpr.ac.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে
  2. এরপর আবেদন ফি সফলভাবে পেমেন্ট করার পরে এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন স্ক্রিনে দেখা যাবে
  3. ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে। এরপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) Berhampur-এ কোনো নথি পাঠাবেন নাযথাসময়ে কাজের প্রক্রিয়া সম্পন্ন হবে

নিয়োগ কিভাবে হবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বেরহামপুরে Assistant Engineer (Civil), Technical Assistant পদের জন্য নির্বাচন প্রক্রিয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করছে। স্ক্রীনিং প্রক্রিয়ার তো রয়েছেই পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন মূল্যায়নের উপর ভিত্তি করে তবে নিয়োগ করা হবেএমনকি প্রয়োজনে লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে

আবেদনের শেষ তারিখ?

২৬.৬.২০২৪

Official Notice: Download

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।