Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

KMRCL Recruitment 2024: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে

Advertisements
Advertisements

KMRCL Recruitment 2024: ফের সরকারি চাকরির বিজ্ঞপ্তি! জলদি আবেদন করুন। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর তা যদি হয় সরকারি চাকরি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তেমনই পশ্চিমবঙ্গের চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর।

Advertisements

কিন্তু কিভাবে আবেদন করবেন? মাসিক বেতনই বা কত পাবেন? এমনকি বয়সসীমাই বা কত থাকবে সেই ব্যাপারে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

KMRCL Recruitment 2024

পদের নাম: একাউন্টেন্ট।

শুন্যপদের সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করবার জন্য প্রার্থীর বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে রিটায়ার্ড কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে, হ্যাঁ আবেদন করার আগে আপনারা অবশ্যই ভালো করে শিক্ষাগত যোগ্যতা অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিবেন।

বয়সসীমা: প্রাথীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন? (How To Apply For KMRCL Recruitment 2024)

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের অফলাইন অফিসিয়াল ওয়েবসাইট https://www.kmrc.in/ বা অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য একটি ফরম্যাট বানাতে হবে এবং এরপর সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত নথি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন: এইট পাশে রাজ্যের পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন ১৭,০০০ টাকা

কোন ঠিকানায় পাঠাতে হবে? (What address should I send to?)

General Manager /Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata 700021

কিভাবে নিয়োগ হবে? (How will recruitment be done?)

আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য এবং সঠিক প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: এই সব কৃষকদের ১৭তম কিস্তির টাকা আটকে যেতে পারে, কারণটা সামনে এল

আবেদন শুরু: 27.03.2024

আবেদন শেষ: 10.04.2024

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।