Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Kotak Suraksha Scholarship Program: কোটাক সুরক্ষা স্কলারশিপ প্রকল্পে প্রত‍্যেক ছাত্র-ছাত্রী পাবে ১ লক্ষ টাকা! এখনই আবেদন করুন

Advertisements
Advertisements

Kotak Suraksha Scholarship Program: আমাদের দেশে যেমন মেধাবী ছাত্র-ছাত্রীরা সংখ্যা কম নেই, তেমনই নেই আর্থিক দিক দিয়ে দুঃস্থ মানুষের সংখ্যা। আর এই আর্থিকতার কারণে মেধাবী ছাত্ররা পড়াশোনার দিকে সেভাবে এগোতে পারেনা। তবে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার বরাবরই দুঃস্থদের পাশে থেকে এসেছেন। এমনকি চালু করেছেন বিভিন্ন স্কলারশিপ। সম্প্রতি আরও একটি স্কলারশিপের কথা জানা গিয়েছে। আর তেমনই একটি স্কলারশিপ হল কোটাক সুরক্ষা স্কলারশিপ। যা বেশ গুরুত্বপূর্ণ। চলুন আজকে এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করবো।

Advertisements

স্কলারশিপের নাম কি? (What is the name of the scholarship?)

কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship Program)

কোটাক সুরক্ষা স্কলারশিপ আসলে কি? (What exactly is this Kotak Suraksha Scholarship Program?)

এই কোটাক সুরক্ষা বৃত্তি প্রোগ্রাম ২০২৪-২০২৫ কোটাক সিকিউরিটিজের একটি উদ্যোগ। ভারতের যোগ্য PWD (Persons with Disabilities) ছাত্রদের তাদের শিক্ষা অনুসরণ করতে এবং তাদের একাডেমিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।

কারা এই কোটাক সুরক্ষা স্কলারশিপের সুবিধা পাবেন? (Who will benefit from this Kotak Suraksha Scholarship Program?)

এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে, ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত PwD ছাত্ররা বা যারা ভারতে তাদের সাধারণ/পেশাদার স্নাতক অধ্যয়ন করছে তারা প্রতি বছর ১,০০,০০০ পর্যন্ত বৃত্তি পাওয়ার যোগ্য।

কোটাক সিকিউরিটিজ লিমিটেড কি? (What is Kotak Securities Limited?)

কোটাক সিকিউরিটিজ লিমিটেড (KSL) ভারতের সবচেয়ে প্রতিষ্ঠিত স্টক ব্রোকিং কোম্পানিগুলির মধ্যে একটি। যেকিনা ইক্যুইটি, ঋণ, মিউচুয়াল ফান্ড, পণ্য এবং মুদ্রার মতো বিভিন্ন সম্পদ শ্রেণী জুড়ে ব্যাপক বিনিয়োগ পরিষেবা প্রদান করে।

কোটাক সুরক্ষা স্কলারশিপের যোগ্যতা (Qualification Of Kotak Suraksha Scholarship Program)

  • PWD (প্রতিবন্ধী ব্যক্তি) ছাত্রদের জন্য উন্মুক্ত।
  • আবেদনকারীদের অবশ্যই ৯ থেকে ১২ ক্লাসে পড়তে হবে।
  • আবেদনকারীদের তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৩,২০,০০০ এর বেশি হওয়া চলবে না।
  • প্যান ইন্ডিয়া আবেদনকারীরাও এই স্কলারশিপে আবেদন করার যোগ্য।

কোটাক সুরক্ষা স্কলারশিপে আবেদন করতে কি কি লাগবে? (What does it take to apply for Kotak Suraksha Scholarship Program?)

  1. পরিচয়ের প্রমাণ (আধার কার্ড/রেশন কার্ড/ভোটার আইডি কার্ড)।
  2. চলতি বছরের ভর্তির প্রমাণ (ফির রসিদ/ভর্তি চিঠি/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
  3. দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট লাগবে।
  4. পারিবারিক আয়ের প্রমাণ
  5. বিপিএল/রেশন কার্ড
  6. আবেদনকারী বা পিতামাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
  7. আবেদনকারীর সাম্প্রতিক ছবি

How To Apply Kotak Suraksha Scholarship Program

  • এক্ষেত্রে প্রথমেই আপনাকে আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করতে হবে। তারপর ‛আবেদন ফর্ম পেজ’-এ যেতে হবে।
  • এরপর আপনার ইমেল, মোবাইল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ লগ ইন করতে হবে।
  • তারপর আপনাকে ‛কোটক সুরক্ষা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর’ আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • এরপর আবেদন প্রক্রিয়া শুরু করতে ‛Start Application’ বোতামে ক্লিক করুন।
  • তারপর সমস্ত নথি দিয়ে সাবমিট বোতামে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।