Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

New Service in ATM: ATM-এ যুক্ত হল নতুন পরিষেবা! এবার উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক

Advertisements
Advertisements

New Service in ATM: গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর!ATM-এ যুক্ত হল নতুন পরিষেবা, কি সেই পরিষেবা? কেমনভাবে উপিকৃত হবেন গ্রাহক? তেমনই ভাবনাচিন্তার পথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI। বরাবরই আমরা কার্ড মারফত টাকা তুলেছি। আর টাকা জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে লাইন দিতে হয়েছে। তবে, এবার সেসব ঝামেলা থেকেই চিরতরে গ্রাহকদের মুক্তি দিতে চলেছে RBI। কিন্তু এটি কিভাবে সম্ভব? আর কবে থেকেই বা মানুষজন এমন সুবিধা পাবেন? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

আরবিআইয়ের গভর্নর এই বিষয়ে কি বলেছেন? (What did the RBI governor say about this?)

এই বিষয়ে RBI এর গভর্নর শক্তিকান্ত দাস স্পষ্টই বলেছেন যে, UPI-এর মাধ্যমে ব্যাঙ্কগুলিতে টাকা জমা দেওয়ার যে সুবিধার কথা ভাবা হয়েছে সেটি চালু করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। ইতিমধ্যেই মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের জন্য রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে UPI বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশীরভাগ মানুষই ইউপিআই এর উপর নির্ভরশীল। আর তাইতো গ্রাহকদের সুবিধার কথা ভেবে ইউপিআই ব্যবহার করেই যাতে ব্যাঙ্কগুলিতে নগদ জমা করা যায় এমনকি সেই বিবয়টি আরও সহজ হয় সেই নিয়েই RBI ভাবনাচিন্তা করছে।

কিভাবে টাকা জমা করা যাবে? (How can money be deposited?)

এই বিষয়ে আরবিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী আপনাকে এটিএম স্ক্রিনে UPI/QR কোডের একটি অপশন দেওয়া হবে।এরপর সেটি স্ক্যান করলে আপনাকে আপনার ব্যাঙ্কের বিবরণ লিখতে হবে। তখন আপনার ব্যাঙ্কিং বিবরণ স্ক্রিনে দেখা যাবে। তারপর আপনার বিবরণ আপনি কনফার্ম করলেই আপনাকে এটিএম মেশিনে নগদ জমা করতে হবে। এরপরে পুরো প্রক্রিয়াটি কার্ডবিহীন জমার সময় যেভাবে করা হয় একই হবে।

আরও পড়ুন: এইট পাশে রাজ্যের পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন ১৭,০০০ টাকা

কবে থেকে এই সুবিধা মিলবে? (New Service in ATM)

সেই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে, কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি। তবে এই সুবিধাগুলি ব্যবহার করে আপনি যে উপকৃত হবেন তা বলাই যায়।

অনলাইনে নগদ জমা দেওয়ার ফলে কি কি সুবিধা মিলবে?

  1. আপনাকে আর ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে হবেনা।
  2. এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মূল্যবান সময় অনেকটাই বাঁচাতে পারবেন।
  3. এই পদ্ধতির বেশ নিরাপদও বটে।
  4. ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো ব্যাপার নেই। আপনি আপনার সময় ও সুবিধামতো টাকা জমা দিতে পারবেন।

আরও পড়ুন: এই সব কৃষকদের ১৭তম কিস্তির টাকা আটকে যেতে পারে, কারণটা সামনে এল

পিপিআই লিঙ্ক প্রসঙ্গে আরবিআই কি জানিয়েছেন? (What has RBI said about PPI links?)

পিপিআই গ্রাহকদের আরও সুবিধা প্রদানের জন্য তৃতীয় পক্ষের ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিপিআই-কে লিঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে। আর এরফলে পিপিআই ধারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের মতো ইউপিআই পেমেন্ট করতে সক্ষম হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।