Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

PM Surya Ghar Scheme: বিনামূল্যে রেশনের পর বিনামূল্যে মিলবে বিদ্যুৎ! আবেদন করুন মোদীর এই প্রকল্পে

Advertisements
Advertisements

PM Surya Ghar Scheme: দিনে দিনে যে পরিমান বিদ্যুৎ বিল বাড়ছে তাতে সাধারণ মানুষের মাথায় রীতিমতো বাজ পড়ার জোগাড়। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ৭৫,০০০ কোটি টাকা বাজেট ধরে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প (সূর্যঘর প্রকল্প) চালু করেছে। আর এই প্রকল্পের মাধ্যমে আম আদমিকে তাদের নিজেদের বাড়ির ছাদেই সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে। যারফলে বিদ্যুতের বিল অনেকটাই কমবে। চলুন গোটা বিষয়টি সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

সূর্যঘর প্রকল্পের বিষয়ে নরেন্দ্র মোদি কি জানিয়েছেন? (What has Narendra Modi said about PM Surya Ghar Scheme?)

সম্প্রতি শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন যে, ইতিমধ্যেই নাকি ১ কোটি পরিবার এর সহায়তা নিয়েছেন। দেশের সবজায়গা থেকেই নাকি আবেদন করা যাচ্ছে। আর তারমধ্যে রয়েছে বিহার, আসাম, ওড়িশা, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র সহ আরও বিভিন্ন জায়গায় মানুষ। এমনকি মোদিজি সকলকে আবেদন করারও আর্জি জানিয়েছেন।

সূর্যঘর প্রকল্পে কিভাবে গ্রাহকরা উপকার পাবেন? (How will customers benefit from PM Surya Ghar Scheme?)

কোনো ব্যাক্তি যদি ছাদে সোলার প্যানেল বসান তাহলে সেই ব্যক্তি ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল একেবারে ফ্রিতে পাবেন। যারফলে মাসের শেষে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা সাশ্রয় হবে। এমনকি যাদের বাড়িতে ইলেকক্ট্রিক দুই থেকে তিন চাকার গাড়ি আছে তারা অনেকটাই সুবিধা পাবেন।

ছাদে সোলার সিস্টেমের খরচ কত? (How much does a rooftop solar system cost?)

একটি রুফটপ সোলার প্ল্যান্টের দাম নির্ভর করে আপন কতগুলো সোলার প্যানেল বসাতে চান সেটার উপর। তবে, একটা আনুমানিক হিসেব ধরে বলা যায় যে, একটি এক কিলোওয়াট ক্ষমতার একটি রুফটপ সোলার প্ল্যান্টের ক্ষেত্রে ৭২,০০০ হাজার টাকার বেশিই খরচ পড়বে।

ছাদে সোলার সিস্টেমে ব্যবহারকারীদের কতটাকা দিতে হবে? (How much do users pay for rooftop solar systems?)

মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত বাড়িগুলির ক্ষেত্রেই এই সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে ব্যবহারকারীকে খরচের ৪০ শতাংশ দিতে হবে।

গ্রাহকরা সূর্যঘর প্রকল্পে কিভাবে আবেদন করবেন? (How to apply to Surya Ghar Scheme?)

  • এক্ষেত্রে প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আবেদন করার জন্য আপনার রাজ্য নির্বাচন করুন।
  • এরপর আপনার বিদ্যুৎ বিতরণ কোম্পানি নির্বাচন করুন। তারপর আপনার বিদ্যুৎ গ্রাহকের নম্বর লিখুন।
  • তারপর মোবাইল নম্বর ও ইমেল নম্বর লিখুন।
  • এরপর ভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। তারপর ফর্ম অনুযায়ী আবেদন করুন।
  • তারপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন। এরপর গ্রাহককে DISCOM থেকে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। একবার আপনি অনুমোদন পেয়ে গেলে আপনার ডিসকম-এ নিবন্ধিত বিক্রেতাদের দ্বারা প্ল্যান্টটি ইনস্টল করতে পারবেন।
  • এরপর ইনস্টলেশন শেষ হয়ে গেলে, প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন। তারাই DISCOM নেট মিটার স্থাপন এবং পরিদর্শনের পরে পোর্টাল থেকে কমিশনিং শংসাপত্র তৈরি করবে।
  • তারপর একবার আপনি কমিশনিং রিপোর্ট পেয়ে গেল পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিতে হবে।
  • এরপর ৩০ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ভর্তুকি ঢুকে যাবে।

সূর্যঘর প্রকল্পের ভর্তুকি পাওয়ার জন্য কি শর্ত মানতে হবে? (What are the conditions to get subsidy for Surya Ghar project?)

  • ভর্তুকি পেতে গেলে ছাদে স্থাপিত সোলার প্যানেলগুলি ‛মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের অধীনে তৈরি করতে হবে।
  • প্যানেল স্থাপনের কাজ শুধুমাত্র সরকারি স্বীকৃত বিক্রেতাদের (যাদের তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে) তাদের দিয়েই করাতে হবে।
  • শুধুমাত্র তিন কিলোওয়াট ক্ষমতা ধারণ করতে পারবে এমন ছাদে সৌর প্ল্যান্টের জন্য উপলব্ধ হবে সরকারি ভর্তুকি।

আরও পড়ুন: সেভেন পাশে ব্যাঙ্কে চাকরি, মাসিক বেতন 14,000 টাকা!

সূর্যঘর প্রকল্পের ভর্তুকির হার কত? (How much is the subsidy rate of Surya Ghar project?)

  • দুই কিলোওয়াট ক্ষমতার জন্য ৬০ শতাংশ হারে অর্থাৎ ৩০,০০০ টাকা ভর্তুকি পাবে।
  • দুই থেকে তিন কিলোওয়াট ক্ষমতার জন্য ৪০ শতাংশ হারে অর্থাৎ ৬০,০০০ টাকা ভর্তুকি পাবে।
  • তিন কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার জন্য ৭৮,০০০ টাকা ভর্তুকি পাবে।

 

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।