Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Ration Card News: রেশনে কার্ডের আর দাম থাকল না, খেলনা হয়ে গেল রেশন কার্ড!

Advertisements
Advertisements

Ration Card News: বিভিন্ন সময় মানুষজন বাসস্থানের প্রমানপত্র হিসেবে রেশন কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু এবার থেকে সেটা আর চলবে না। কেবলমাত্র রেশন কার্ড জরুরি সামগ্রী কেনার জন্য ব্যবহার করা হবে। কারোর ঠিকানার প্রমানপত্র হিসেবে নয়। সম্প্রতি এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

Ration Card News

এই বিষয় নিয়ে কোর্ট কি জানিয়েছেন? (What has the court said about this matter?)

কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, রেশনকার্ড কেবলমাত্র সামগ্রীর সরবরাহের কারণে ব্যবহার করা হয়ে থাকে। এটি কোনো জরুরি নথি হিসেবে ধার্য করা আইনগত হিসেবে সিদ্ধ হয়নি।

আরও পড়ুন: বাড়ি বানানোর জন্য কম সুদে লোন ৩০ লাখ টাকা দিচ্ছে PNB, কিভাবে নেবেন?

মামলাটি আসলে কি? (What is the case?)

মূলত একটি এলাকার উন্নয়নের কাজের জন্য বাসিন্দাদের এলাকা পরিবর্তন নিয়ে মামলা চলছিল। আর সেখানেই রেশন কার্ডকে (Ration Card News) পরিচয়পত্রের মান্যতা দেওয়ার কথা ওঠে। আর তখনই কোর্ট জানিয়ে দেয় যে, যেকোন প্রকল্পের সুবিধা পেতে রেশন কার্ডকে নথি হিসেবে তুলে ধরা রীতিমতো আইন বিরুদ্ধ কাজ। দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি চন্দ্রধারী সিংহের এজলাসে এই ঘটনাটি ঘটে। রেশন কার্ড নিয়ে কোর্ট স্পষ্টই জানিয়ে দেয় যে, এটির কাজ কেবলমাত্র ন্যায্যমূল্যের দোকানগুলির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা। এটি কোনো কার্ড হোল্ডারের ঠিকানার প্রমানপত্র নয়।

আরও পড়ুন: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে লক্ষ্মীর ভান্ডার পাবেনা না

এছাড়াও কোর্ট আর কি বলেছে? (What else did the court say?)

রেশন কার্ড প্রসঙ্গে কোর্ট আরও বলেছেন যে, এই রেশন কার্ডের লক্ষ হল দেশের নাগরিকদের ন্যায্যমূল্যে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করা। আর সেই কারণে এটি কোনো ঠিকানার প্রমাণের উৎস নয়। এই কারণেই মনে করা হচ্ছে রেশন কার্ডের আর দাম থাকলো না।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।