Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

UGC Net Exam 2024: ইউজিসি নেট পরীক্ষার তারিখ বদল! কবে পরীক্ষা হবে? জেনে নাও

Advertisements
Advertisements

UGC Net Exam 2024: বদলে গেল ইউজিসি নেট পরীক্ষার তারিখ! কবে পরীক্ষা হবে জানেন কি? বাচ্চা হোক বা বড় পরীক্ষা নিয়ে সকলের মধ্যেই একটি চাপানোতর কাজ করে। তবে, শোনা যাচ্ছে যে, ইউজিসি নেট পরীক্ষার তারিখ পিছিয়ে গেছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসির সচিব জগদেশ কুমার নিজের ‘এক্স’ টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন যে, চলতি বছরের জুন মাসে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট।

Advertisements

এমনকি সেই নিয়ে বিজ্ঞপ্তিও জারি হবে। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ইউজিসি নেট পরীক্ষা নিয়ে জগদেশ কুমার কি জানিয়েছেন?

জগদেশ কুমার তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, ১৬ জুন রবিবারের বদলে আগামী ১৮ জুন মঙ্গলবার ইউজিসি নেটের আয়োজন করা হবে। একই দিনে দু’টি পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা কমিশনের কাছে আর্জি জানিয়েছিল যাতে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়। আর তাইতো সেই কথা মেনেই পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসিয়াল নোটিস এই ওয়েবসাইটে ugcnet.nta.ac.in দিয়েছে।

আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হল! ২৩ জেলা থেকে আবেদন করুন

এমনকি ১৬ জুন যে পরীক্ষার আয়োজন করা হবে সেই পরীক্ষা ওএমআর শিটের মাধ্যমে হবে। যেসব শিক্ষার্থীরা চার বছরের ব্যাচেলার ডিগ্রি বা সেমিস্টারে পড়াশোনা করেছেন একমাত্র তারাই এই চাকরির জন্য আবেদন করুতে পারবেন। ইতিমধ্যেই ২০ এপ্রিল থেকে সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলছে ১০ মে পর্যন্ত।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।