Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Gram Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন্যপদে কর্মী নিয়োগ, পুরুষ ও মহিলা উভয় আবেদন করুন

Advertisements
Advertisements

WB Gram Panchayat Recruitment 2024: বেকার যুবক-যুবতীদের জন্য এল চাকরির বড় সুযোগ! কিভাবে আবেদন করবেন? আর প্রকল্পের নামই বা কি জানেন? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। জীবনে প্রতিষ্ঠিত হতে কেই না চায় বলুন তো দেখি? আর এই প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র চাবিকাঠি হল চাকরি। আর সম্প্রতি বেকারদের জন্য এল তেমনই একটি সুযোগ।

Advertisements

২৭শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ সরকার কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে অনেক শূন্যপদ আছে। পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে এই নিয়োগ করা হবে।

WB Gram Panchayat Recruitment 2024:

পদের নাম: ক্লার্ক, এক্সজিকিউটিভ এসিস্টেন্ট, ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর সহ আরও অনেক পদ রয়েছে।

শুন্যপদের সংখ্যা: ৬৬৫২ টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এম এ পাশ, কম্পিউটার ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপ্ত যে কেউই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ৫০ নম্বরে পরীক্ষা, অষ্টম শ্রেণী পাশে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, বেতন ১৮০০০ টাকা

বয়সসীমা: সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন? How to apply WB Gram Panchayat Recruitment 2024?

  1. এই পদে চাকরি করতে হলে প্রথমেই পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ , পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল prd.wb.gov.in-এ যেতে হবে।
  2. একবার হোমপেজে গিয়ে পঞ্চায়েত নিয়োগ বিভাগটি খুঁজে বের করুন।
  3. তারপর সেই বিভাগে ক্লিক করলে প্রার্থীদের WBPRMS ওয়েবসাইটে একটি লিস্ট চলে আসবে।
  4. এরপর আপনি যেই পদের জন্য আবেদন করতে চান সেখানে ক্লিক করতে হবে।
  5. তারপর রেজিস্ট্রেশন ফর্মে সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত বিবরণকে সাবধানে লিখতে হবে।
  6. এরপর আপনার বিবরণ সহ আপনাকে কিছু নথি আপলোড করতে বলা হবে।
  7. তারপর সেগুলি করার পর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবেদন ফি দিতে হবে।
  8. এরপর সাবমিট বোতামে ক্লিক করলেই আবেদনপত্রটি জমা দেওয়া হয়ে যাবে।

Notice Release Date: 27 February 2024

First Date to Apply Online: Always Check the Official Website

Last Date to Apply Online: Always Check the Official Website

আরও পড়ুন: স্বামীর কাছ থেকে সংসার খরচ নেওয়ার জন্য আয়কর নোটিশ পেতে পারেন স্ত্রী? এমন খবর সামনে এল

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।