Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Gram Panchayat Recruitment 2024: রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগ, কোন কোন পদে চাকরি হবে? জানুন

Advertisements
Advertisements

WB Gram Panchayat Recruitment 2024: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন শূন্যপদে চলছে নিয়োগ। অনলাইনে আবেদন করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর সহ নানান পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগে কবে থেকে আবেদন করতে পারবেন? (When can you apply For WB Gram Panchayat Recruitment 2024?)

ইতিমধ্যেই ২৭ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ৬৬৫২ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে, গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য অনলাইন আবেদনের সময়সূচী প্রকাশ করা হয়নি।

গ্রাম পঞ্চায়েতর কোন কোন পদে চাকরির জন্য আবেদন করা যাবে? (Can you apply for any position?)

  1. গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী
  2. গ্রাম পঞ্চায়েত কর্মী
  3. গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক
  4. গ্রাম পঞ্চায়েতের সহায়ক
  5. গ্রাম পঞ্চায়েতের সচিব
  6. পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক
  7. পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার
  8. পঞ্চায়েত সমিতির ক্লার্ক-কাম-টাইপিস্ট
  9. পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর
  10. পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির পিয়ন
  11. জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক
  12. জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার
  13. জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর
  14. জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক
  15. জেলা পরিষদের নিম্ন বিভাগ সহকারী
  16. জেলা পরিষদের স্টেনোগ্রাফার
  17. জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার
  18. জেলা পরিষদের কর্ম সহকারী

প্রাথীদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? (What Education qualifications should candidates have?)

প্রার্থীদের অবশ্যই একটি ডিপ্লোমা (কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে) বা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য পরিষদ, বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এই চাকরি পেতে কত বয়স হতে হবে?(Age Limit Of WB Gram Panchayat Recruitment 2024?)

এই চাকরি পেতে গেলে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদনকারীকে চাকরির জন্য নির্বাচিত করা হবে? (How will the applicant be selected for WB Gram Panchayat Recruitment?)

মূলত লেখা পরীক্ষা এরপর স্কিল টেস্ট আর তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথীকে নির্বাচিত করা হবে।

আরও পড়ুন: রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ, শুরু হল আবেদন প্রক্রিয়া

কিভাবে আপনি আবেদন করতে পারবেন? (How can you apply For WB Gram Panchayat Recruitment 2024?)

  • প্রথমেই আপনাকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ খুলে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল prd.wb.gov.in-এ যেতে হবে
  • এরপর হোমপেজে পঞ্চায়েত নিয়োগ বিভাগটি খুঁজে বের করুন। তারপর সেই বিভাগে ক্লিক করে প্রার্থীকে WBPRMS ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর ওয়েবসাইটে ‛এখনই আবেদন করুন’ অপশনে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন ফর্মে সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত বিবরণ লিখুন।
  • এরপর আপনার বিবরণ পূরণ করার পরে আপনাকে কিছু নথি আপলোড করতে বলা হবে। তারপর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবেদন ফি প্রদান করতে হবে।
  • তারপর সাবমিট বোতামে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।