Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Municipality Recruitment 2024: রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরি হবে

Advertisements
Advertisements

WB Municipality Recruitment 2024: রাজ্যে পৌরসভায় নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে মিলবে চাকরি। প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। তবে, সম্প্রতি পৌরসভায় নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

WB Municipality Recruitment 2024

পদের নাম: স্যানিটারি ইনস্পেক্টর

শূন্যপদের সংখ্যা: ১৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স থাকা আবশ্যক।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৪ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: এই পদে চাকরি করার জন্য প্রার্থীর বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন: গরমের ছুটিতে শুধু অবসর নয়! কি প্রজেক্ট হবে? জানাল শিক্ষা দপ্তর

কিভাবে আবেদন করবেন? (How To Apply For WB Municipality Recruitment 2024)

  1. প্রথমে কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে (mscwb.org) যেতে হবে।
  2. এরপর আবেদন লিংকে ক্লিক করতে হবে।
  3. তারপর মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে সঙ্গে সঙ্গে লগইন করে নিতে হবে।
  4. এরপর আবেদন ফর্মটিকে সঠিক ভাবে পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় নথি পত্র দিয়ে জমা দেওয়ার অপশন ক্লিক করতে হবে।
  5. তারপর আবেদন ফী দিয়েসাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন করে দিবেন।

কিভাবে প্রাথীদের নিয়োগ করা হবে? (How will candidates be recruited?)

এখানে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।

আবেদন ফী: এখানে আবেদন করার জন্য আবেদনকারী ওবিসি ও জেনারেল প্রার্থীদের কাছ থেকে ২০০ টাকা এবং এসটি, এসসি ও PWBD প্রার্থীদের কাছ থেকে ৫০ টাকা আবেদন ফী চার্জ করা হচ্ছে।

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আরও পড়ুন: রেশনে কার্ডের আর দাম থাকল না, খেলনা হয়ে গেল রেশন কার্ড!

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।