Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Primary School Summer Schedule: রাজ্যের সমস্ত বিদ্যালয়ে মর্নিং ক্লাস চালু হচ্ছে, কবে থেকে? ও কি কি নিয়ম মানতে হবে?

Advertisements
Advertisements

WB Primary School Summer Schedule: ইতিমধ্যেই বেশ গরম পরে গিয়েছে। আর তাতে মানুষজনের রীতিমতো হাঁসফাঁস অবস্থা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী তিনমাস মর্নিং স্কুল হওয়ার কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই নিয়ে এবার চাঞ্চল্য ছড়িয়েছে দুটি জেলায়। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

WB Primary School Summer Schedule

কি অভিযোগ উঠেছে? (What complaints have been made?)

অভিযোগের বিষয়ে জানা যাচ্ছে যে, দুটি জেলার তরফে নাকি ভিন্ন ভিন্ন সময়সীমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রোজভ্যালির ৯০০ কোটি টাকা ফেরত দিচ্ছে, আপনার নাম চেক করুন

বাঁকুড়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে কি জানানো হয়েছে? (What has been reported by the Bankura District Primary Education Council?)

তাদের তরফে জানানো হয়েছে যে, সকাল ৬ টা ৩০ মিনিট থেকে স্কুল শুরু হবে। আর ক্লাস চলবে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত। সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪০ পর্যন্ত টিফিনের বিরতি দেওয়া হবে। আর শনিবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৪৫ পর্যন্ত ক্লাস হবে।

পশ্চিম মেদিনীপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে কি জানানো হয়েছে? (What has been informed by the District Primary Education Council of West Medinipur?)

তাদের তরফে জানানো হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে স্কুল চালু হয়ে গেলে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে। আর শনিবার ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস হবে।

আরও পড়ুন: ভারতীয় রেলে group-D পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কি জানিয়েছে? (What did the general secretary of Oikya Mancha say?)

এই বিষয়টি নিয়ে ঐক্য মঞ্চের (Oikya Mancha) সাধারণ সম্পাদক জানিয়েছেন যে, প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১ এপ্রিল থেকে মর্নিং স্কুল চালু করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাঁকুড়া জেলায় বলা হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত স্কুল চলবে। আর পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস হবে। জেলার প্রাথমিক শিক্ষা দফতরের এই খামখেয়ালিপনার কারণটা ঠিক কী, সেটা আমরা বুঝতে পারছি না। কেন এই অসঙ্গতি? এই নিয়ে প্রশ্ন তুলেছে সম্পাদক মশাই।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।