Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Summer Project 2024: গরমের ছুটিতে শুধু অবসর নয়! কি প্রজেক্ট হবে? জানাল শিক্ষা দপ্তর

Advertisements
Advertisements

WB Summer Project 2024: গরমের ছুটিতে শুধু অবসর নয়! কি প্রজেক্ট হবে জানাল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই গরম পড়ে গিয়েছে। আর কিছুদিন পর থেকেই স্কুলে স্কুলে গরমের ছুটি পরে যাবে। আর সেই ছুটির আবহে ছাত্র-ছাত্রীদের জন্য থাকবে কিছু কাজও। বলা যায় যে, প্রাথমিক স্তরে এবার ‛সামার প্রজেক্ট’ চালু করতে চলেছে রাজ্য সরকার। আর সেটাই কিনা গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের করতে হবে। চলুন গোটা বিষয়টি সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

কোন ক্লাসের পড়ুয়াদের সামার প্রজেক্টে অংশ নিতে হবে? (Which class should the students participate in the summer project?)

প্রথম থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর ৪টি ক্লাসের পড়ুয়াদের স্কুলের এই সামার প্রজেক্টে অংশ নিতে হবে।

আরও পড়ুন: বাড়ি বানানোর জন্য কম সুদে লোন ৩০ লাখ টাকা দিচ্ছে PNB, কিভাবে নেবেন?

এই সামার প্রজেক্টের কারণ কি? (What is the reason for this summer project?)

মূলত গ্রীষ্মের লম্বা ছুটিতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে বাহ্যিক জ্ঞান সমন্ধে ধারণা পায়। এমনকি জ্ঞান অর্জনের সুবিধা পায় সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি ছুটির সময়ও শুধুমাত্র ছুটি কাটিয়ে সময় নষ্ট না করে বিভিন্ন কাজে তারা যুক্ত থাকবে।

সামার প্রজেক্ট নিয়ে স্কুলগুলিকে স্কুল শিক্ষা দফতর কি গাইডলাইন দিয়েছে? (Has the school education department given guidelines to schools about summer projects?)

এই বিষয়ে শিক্ষা দফতর জানিয়েছেন যে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ছবি আঁকা ও রং করা রাখতে বলা হয়েছে। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে বাড়ির পোষ্য, গাছপালা ও স্কুল সংক্রান্ত গল্প লেখার প্রজেক্ট দেওয়া হবে।

আরও পড়ুন: আধারে জমা দিতে হবে এই দুটি কাগজ, না জানলে সব শেষ!

প্রসঙ্গত, গতবছরও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে পড়ুয়াদের সামার প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল। যাকিনা যথেষ্ট সাড়া ফেলেছিল। আর এবার সেকথা মাথায় রেখেই প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের এই ধরণের হাতের কাজ দেওয়া হবে। আর এই ধরণের কাজের প্রশংসা করেছেন সকলেই।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।