Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Free LPG Cylinder: ৩০০ টাকা ছাড়ে রান্নার গ্যাস নয়! এবার ফ্রি-তেই গ্যাস সিলিন্ডার দেবে সরকার

Advertisements
Advertisements

Free LPG Cylinder: আর মাত্র হাতেগোনা কয়েকটি ঘন্টা তারপরই একেকদিকে শুরু হতে চলেছে ভোট পর্ব। মূলত এই লোকসভা ভোটে দেশবাসীর কাছে ‘মোদির গ্যারান্টি’ হিসাবে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে প্রচার চালাচ্ছে বিজেপি নেতৃত্বরা। এমনকি খোদ প্রধানমন্ত্রীও ওই গ্যারান্টি নিয়ে গলা ফাটিয়ে চলেছেন। আর সেই জায়গায় এবার পিছিয়ে থাকলো না তৃণমূল। ভোটের আগে ভোটের ময়দানে টিকে থাকার জন্য এবার নিজেদের জাহির করতেও ভোলেনি তৃণমূল বাহিনী।

Advertisements

Free LPG Cylinder

প্রতিটি দলই নিজের মতো করে চেষ্টা চালাচ্ছেন নিজেদের আসন ধরে রাখার। আর তারই মাঝে মিললো বড়সড় সুখবর! লোকসভা ভোটের আগে বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশিত হয়েছে একটি ইস্তেহার। যেখানে মুখ্যমন্ত্রী জনগনের সুবিধার্থে নানান ধরণের অঙ্গীকার করেছেন। আর তারমধ্যে যেমন স্কুল ছাত্রীদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তেমনই দারিদ্রসীমার নিচে প্রত্যেক পরিবারকে বছরে ১০টি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হবে। তবে তার জন্য থাকতে হবে BPL রেশন কার্ড। বর্তমানে প্রধানমন্ত্রী Ujjawala Yojana প্রকল্পে ৩০০ টাকা ছাড়ে রান্নার গ্যাস সিলিন্ডার মেলে। এবার মমতা ব্যানার্জী ১০টি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়ার কথা বলেন।

Free LPG Cylinder Trinamool Congress Manifesto Declaration

শুধু কি তাই পাশাপাশি প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার কথাও উঠে এসেছে মমতার ইস্তেহারে। আর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে চর্চা। আমরা সকলেই প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস যোজনা সমন্ধে জানি। যেটি ২০১৬ সাল থেকে চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দরিদ্র মহিলাদের ফ্রিতে রান্নার সিলিন্ডার দিয়ে থাকেন। তবে, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই ফ্রিতে গ্যাস দেওয়ার ঘোষণা শুনে বিজেপির নেতা কর্মীরা তা নিয়ে মজা ওড়াতে ছাড়েন নি।

আরও পড়ুন: বড় উপহার দিল SBI, কোটি কোটি গ্রাহক পাবেন এই সুবিধা

তবে, এখানেই কিন্তু শেষ থাকেনি মুখ্যমন্ত্রীর ইস্তেহারের ফর্দ। তৃণমূলের অঙ্গীকারপত্রে বিজেপির বিকল্প প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিকল্প হিসাবে রয়েছে গরিবদের পাকা বাড়ি গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্রের ‛আয়ুষ্মান ভারত’ প্রকল্পের (Ayushman Bharat Yojana) বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা, প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ওবিসি, এসসি-এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো, বৃদ্ধভাতার টাকা বৃদ্ধি সহ আরও নানান কিছুই উঠে এসেছে মমতার ইস্তেহারে। এবার দেখার পালা আগামীদিনে মমতার এই ইস্তেহার জনগণের কতটা কাজে আসে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।