Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

SBI Scheme: বড় উপহার দিল SBI, কোটি কোটি গ্রাহক পাবেন এই সুবিধা

Advertisements
Advertisements

SBI Scheme: এসবিআই এর গ্রাহকদের জন্য মিললো বড়সড় সুখবর! ‛উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়াল এসবিআই (SBI)। সময়টা ছিল ২০২০। চারিদিক করোনার ছেয়ে গিয়েছে। আর সেই মহামারীর সময়ে প্রবীণ নাগরিকদের কথা ভেবে তাদের অর্থ নিরাপদে রাখার জন্য ‛উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিম চালু করেছিল এসবিআই। এই স্কিমে যেমন দারুন রিটার্ন মেলে তেমনই নেই টাকার ঝুঁকি।

Advertisements

SBI Scheme

আর এবার সেই স্কিমেরই মেয়াদ বাড়াল এসবিআই। কিন্তু কতদিন অবধি মেয়াদ বাড়িয়েছে ব্যাঙ্ক তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক। কোনো মানুষ যদি এফডি করার কথা ভাবেন তাহলে দেশের এই বৃহত্তম ব্যাংক এসবিআইতে এই ‛উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমটি করা তাদের জন্য খুবই ভালো। বলে রাখি যে, ৩১ মার্চ, ২০২৪ এই স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ ছিল।

আরও পড়ুন: সরকার কন্যা সন্তানদের দেবে 2 লক্ষ টাকা, আজই এই ফর্ম পূরণ করুন!

কিন্তু এসবিআই সেই সময়সীমা বাড়িয়েছে। মার্চ মাস থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই মেয়াদ বাড়িয়েছে। যারফলে বিনিয়োগকারীরা আগামী ৫ মাস পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এসবিআই এর এই ‛উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে সুদের হার ৭.৫ শতাংশ। আর এই স্কিমে সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে প্রবীণ নাগরিকদের ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়ে থাকে। এমনকি এই স্কিমে ৫ থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়।

SBI Scheme Latest Update

মূলত প্রবীন নাগরিকরা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট স্কিমে ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান। কিন্তু এসবিআই এর এই ‛উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে ৫০ বেসিস পয়েন্টের পাশাপাশি আরও বাড়তি ৫০ বেসিস সুদ দেওয়া হয়। যারফলে হিসেব করে দেখা যাচ্ছে যে, প্রবীণ নাগরিকরা ১ শতাংশ বেশি সুদ পাচ্ছেন। তাহলে কেউ যদি ‛উইকেয়ার ফিক্সড ডিপোজিট’ স্কিমে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেই ব্যক্তি ৭.৫০ শতাংশ সুদের হারে ৫,৪১,৯১৩ টাকা রিটান পাবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।