Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Bhagya Lakshmi Scheme: সরকার কন্যা সন্তানদের দেবে 2 লক্ষ টাকা, আজই এই ফর্ম পূরণ করুন!

Advertisements
Advertisements

Bhagya Lakshmi Scheme: কন্যা সন্তানদের নিয়ে বরাবরই মা-বাবার খানিকটা বেশিই চিন্তা থাকে। আর এসব চিন্তা রুখতে এমনকি কন্যা সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রাজ্য সরকার নানান ধরণের প্রকল্প এনে থাকে। আর তেমনই একটি প্রকল্প হল ভাগ্যলক্ষ্মী যোজনা। মূলত রাজ্য সরকার রাজ্যে বসবাসকারী মেয়েদের জন্য একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আর তারই একটি অংশ এই যোজনা।

Advertisements

এই প্রকল্পের অধীনে সরকার ২ লক্ষ টাকা দিচ্ছে। মেয়েরা যাতে এই স্কিমগুলির সুবিধা পেতে পারে তারজন্যই সরকার এই স্কিম শুরু করেছে। তবে, সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই স্কিমের সুবিধা দেওয়া হচ্ছে সেই সব মেয়েদের, যাদের বার্ষিক পারিবারিক আয় ২ লাখ টাকার কম। আপনিও চাইলে এই স্কিমে যোগ দিতে পারেন এমনকি এই স্কিমের সুবিধা নিতে পাবেন।

ভাগ্যলক্ষী যোজনায় কিভাবে টাকা পাবেন? (How to get money in Bhagya Lakshmi Scheme?)

সরকার দ্বারা চালু করা ভাগ্যলক্ষ্মী প্রকল্পের অধীনে একটি মেয়ের জন্মের জন্য সরকার ৫০,০০০ টাকা দেবে 50000 দেওয়া হয়। তারপর মেয়েটির ২১ বছর হলে তাকে ২,০০০০০ টাকা দেওয়া হয়।

আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার! রাজ্যে চালু সরস্বতী ভান্ডার, কি কি সুবিধা পাবেন?

আর কি কি ভাবে সরকারের তরফ থেকে টাকা পাওয়া যায়? (Bhagya Lakshmi Scheme)

সরকার কন্যা ভ্রূণ হত্যা প্রতিরোধের জন্যও ৫১০০ করে টাকা দেয়। এছাড়াও মেয়ের শিক্ষা বৃদ্ধির জন্য টাকা দেওয়া হয়। যাতে মেয়েরা এগিয়ে যেতে পারে। এছাড়াও এই প্রকল্পের টাকা মেয়ে শিশুকে দেওয়া হয় বেশ কয়েকটি কিস্তিতে।

এই স্কিমের জন্য আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? (What documents are required to apply for this scheme?)

আধার কার্ড, রেশন কার্ড, মেয়ে শিশুর জন্মের শংসাপত্র, আয়ের শংসাপত্র, জাত শংসাপত্র, আবাসিক শংসাপত্র, ব্যাঙ্কের বিবরণ, মেয়ের বাবা-মায়ের পাসপোর্ট সাইজের ছবি, শিশুর জন্ম তারিখ। শিশুর প্রয়োজন হয়।

আরও পড়ুন: স্টেশনের শৌচাগার ব্যবহারের নিয়ম পাল্টে গেল! এইভাবে টাকা দিতে হবে

এই স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন? (How to apply for Bhagya Lakshmi Scheme?)

  1. এই স্কিমের জন্য অনলাইন (www.myscheme.gov.in) থেকেই আপনাকে ফর্মটি তুলে আবেদন করতে হবে। আর তারজন্য যথাযথ লিঙ্কে ক্লিক করে আবেদন পত্রটি (নিচে নোটিফিকেশনে দেওয়া রইল) বের করতে হবে।
  2. তারপর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আপনাকে আবেদনপত্রটি নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা মহিলা ও শিশু উন্নয়ন অফিসে জমা দিতে হবে।
  3. এরপর সেখানে আপনার আবেদনপত্র যাচাই-বাছাই করা হবে। আর তারপরই আপনার মেয়েকে এই স্কিমের সুবিধা দেওয়া হবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।