Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Post Office Recruitment 2024: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ C পদে নিয়োগ, মাসিক বেতন ১৯,৯০০/-

Advertisements
Advertisements

Post Office Recruitment 2024: চাকরি প্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ C পদে হতে চলেছে নিয়োগ। মাইনেও পাবেন বেশ ভালো। জীবনে প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠিত হতে। আর এই প্রতিষ্ঠিত হতে গেলে চাকরি পাওয়া ঠিক কতটা জরুরি তা আশাকরি কাউকে বলে দিতে হবেনা। দিনেদিনে শিক্ষিতের সংখ্যা যেমন বাড়ছে তেমনই আবার বাড়ছে বেকারত্বের সংখ্যা।

Advertisements

তবে, আজ আপনাদের একটি চাকরির সংবাদ দেব। তাও আবার সরকারি। কিন্তু কিভাবে আবেদন করবেন? কত টাকা মাইনে পাবেন? আর আবেদনের মেয়াদই বা কতদিন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

পদের নাম: স্টাফ কার ড্রাইভার।

শুন্যপদের সংখ্যা: ২৭টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রথমেই জানিয়ে রাখি যে, প্রতিটি চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। আর তাইতো এক্ষেত্রে প্রাথীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। তাহলেই তারা আবেদন করতে পারবেন।

চাকরির জন্য অন্যান্য যোগ্যতা? (Other qualifications for the job?)

এক্ষেত্রে প্রাথীদের মাধ্যমিক পাশের যোগ্যতার পাশাপাশি হেভি মটর ভেহিকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এমনকি তাদের তিন বছরের হেভি মটোর ভেহিকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি এই প্রার্থীদের মোটর মেকানিজমের নলেজ থাকতে হবে।

বয়সসীমা: প্রাথীদের বয়সের সময়সীমা ১৮ বছর থেকে ২৭ বছর পর্যন্ত ধার্য্য করা হয়েছে। তবে, SC ও ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন। OBC প্রাথীরা ৩ বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যানরা ৩ থেকে ৮ বছর পর্যন্ত ছাড় পাবেন।

বেতন: প্রাথীদের প্রতি মাসে বেতন ১৯,৯০০ টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন: বাতিল ২৬ হাজার শিক্ষকের চাকরি, স্কুলে পড়াশোনা কী ভাবে চলবে?

কিভাবে আবেদন করবেন? (How To Apply For Post Office Recruitment 2024)

এই পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই প্রাথীকে নিজের সমস্ত তথ্য দিয়ে একটি বায়োডাটা রেডি করতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে (www.indiapost.gov.in) যে, ঠিকানা দেওয়া হয়েছে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের আবেদন পত্র সহ সমস্ত ডকুমেন্ট জমা করে দিতে হবে। তাহলেই আবেদন জমা হয়ে যাবে।

* আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।

Post Office Recruitment

কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে? (To which address should the application be sent?)

The Manager,
Mail Motor Service
Bengaluru-560001

আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে? যা জানাল পর্ষদ!

বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামূলক খবরের উদ্দেশ্য দেওয়া। Kajersujog.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। kajersujog.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আর তাইতো আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।