Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WBBSE Result 2024: মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে? যা জানাল পর্ষদ!

Advertisements
Advertisements

Madhyamik Result Latest Update: মে মাসের প্রথম সপ্তাহেই বেরোবে মাধ্যমিকের ফলাফল! পর্ষদ সূত্রে মিললো এমনটাই খবর। মাস দুয়েক হল শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, আর এখন রেজাল্ট বেরোনোর দিনক্ষণ নিয়ে সকলের মধ্যেই একটি চাপানোতর কাজ করছে। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল এই মাধ্যমিক পরীক্ষা। সকলেই চায় এই পরীক্ষায় ভালো নম্বর পেতে। আর সেইজন্য সারাবছর জোর কদমে চলে প্রস্তুতি।

Advertisements

WBBSE Result 2024 Latest Update

এমনকি বিভিন্ন সাজেশন বই থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকার দেওয়া টিপস সবকিছুই যেন এইসময় বেদবাক্য। চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা ১০ দিন পর্যন্ত চলেছিল। আর এই পরীক্ষা শেষ হয়েছিল ১২ জানুয়ারি। এমনকি এবছর মাধ্যমিক পরীক্ষার সময়ও (wbbse result 2024 time) এগিয়ে গিয়েছিল ২ ঘন্টা। প্রতিবছর সকাল ১১.৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সেটা শুরু হয়েছিল ৯.৪৫ থেকে।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য পাবে ৪০ হাজার টাকার স্কলারশিপ, এখনই আবেদন করুন

তবে বর্তমানে পরিক্ষার্থীরা সকলেই অপেক্ষা করে আছেন কবে রেজাল্ট প্রকাশিত হবে। এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে, চলতি মাসেই বের হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ভোট চলাকালীন এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। পাশাপাশি পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনেরও শেষদিন পর্ষদ ধার্য্য করে দিয়েছে।

WBBSE Result 2024 Update

কিন্তু আদতে কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে তা স্পষ্ট করে দিল মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে, ইতিমধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের জন্য পর্ষদ যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন। মে মাসের প্রথম সপ্তাহেই নাকি মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। তেমনটাই আশ্বাস দিয়েছেন পর্ষদ। সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন যে, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশে (madhyamik result 2024 link) কোনো সমস্যা হবেনা।

আরও পড়ুন: ভুয়ো শিক্ষকদের মাথায় বাজ! বাতিল হল ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মধ্যেই উত্তরপ্রদেশ, অন্ধ্র প্রদেশ, অসমের মতো বিভিন্ন রাজ্যে বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিকে মে মাসের মধ্যেই ৯০ দিনের ডেডলাইন শেষ হচ্ছে। এবার শুধু দেখার পালা আদতে কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।