Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB SSC Scam Case: বাতিল ২৬ হাজার শিক্ষকের চাকরি, স্কুলে পড়াশোনা কী ভাবে চলবে?

Advertisements
Advertisements

WB SSC Scam Case: ২৬ হাজারের চাকরি বাতিল! ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবক সহ পর্ষদ কর্তৃপক্ষ। তাহলে পড়ুয়াদের পড়াশোনা কোনদিকে মোড় নেবে? গতকাল অর্থাৎ সোমবার আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে ২০১৬ সালের স্কুল সার্ভিসের প্যানেল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী।

Advertisements

WB SSC Scam Case

এদিন ২৮১ পাতার রায়ে বিচারপতিদের নির্দেশ বেআইনি নিয়োগের অভিযোগে যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি যেখানে সুদের হার ধরা হয়েছে ১২ শতাংশ। আর তারপরই প্রশ্ন উঠেছে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে। এমনকি স্কুল গুলিও কিভাবে চলবে তা নিয়ে শঙ্কায় পর্ষদ। ইতিমধ্যেই পর্ষদ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: শিক্ষক ও পড়ুয়াদের রোজ এই কাজ করতে হবে, ম্যানুয়াল বাতিল ডিজিটাল চালু

এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ন্যাচারাল জাস্টিসের জন্য সব পক্ষের বক্তব্য শোনা হবে। সেটা ফিজিক্যালি হতে পারে বা হলফনামার মাধ্যমে। আমি মনে করছি হলফনামা পড়া হয়েছে। প্রাথমিকভাবে যা বুঝেছি, তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি মামলা ফাইল করতে পারি।

WB SSC Scam Case

এমনকি পর্ষদ সভাপতি আরও বলেছেন, যে সংখ্যক শিক্ষকদের চাকরি গিয়েছে তাতে স্কুল পরিচালনা পাঠন-পঠন ব্যাহত হতে পারে। এত মানুষের কাল থেকে স্কুলে যাওয়া বা না যাওয়া, স্কুল পরিচালনা করা, পঠনপাঠনের ব্যবস্থা করা বোর্ডের দায়িত্ব। স্কুল কীভাবে চলবে সেটা আমাদের নজর রাখতে হবে। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব। আমাদের আবেদন রাখব।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য পাবে ৪০ হাজার টাকার স্কলারশিপ, এখনই আবেদন করুন

এমনকি কেন আমরা হাইকোর্টের রায় মেনে নিতে পারিনি সেটাও সেদিন জানাব। এবার দেখার পালা আগামীদিনে ছাত্র-ছাত্রী সহ ২৬ হাজার শিক্ষকদের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।