Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Teachers New Rules: শিক্ষক ও পড়ুয়াদের রোজ এই কাজ করতে হবে, ম্যানুয়াল বাতিল ডিজিটাল চালু

Advertisements
Advertisements

WB Teachers New Rules: কড়া নজরদারিতে এবার শিক্ষকসহ শিক্ষাকর্মী! ম্যানুয়াল বাতিল হয়ে এবার আসছে ডিজিটালাইজেশন। বিষয়টি যেমন অভিনব তেমনই আবার কাজের। বহুসময় দেখা যায় যে, স্কুল পালিয়ে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জায়গায় চলে যায়। তবে, এবারে সেসবের দিন শেষ। কড়া নজরদাঁড়িয়ে বাধা হল তাদের। ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা থেকে শুরু করে যাওয়া সবকিছুই এবার থাকবে অভিভাবকের নখদর্পণে। আর তা হবে ই-ডায়েরির মাধ্যমে।

Advertisements

সম্প্রতি দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ নামক একটি স্কুলে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, শুধুমাত্র স্কুল পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক এটেন্ডেডেন্স রাখা হয়েছে তা কিন্তু একেবারেই নয়। বরং শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্যও একটি ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত পড়ুয়াদের স্কুলমুখী করতে স্কুলের তরফে এই ‛কিউআর কোড এটেন্ডেন্স’ এর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত নতুন নিয়ম চালু, এখন এত দিনে জমি রেজিস্ট্রি হবে

ইতিমধ্যেই মার্চ মাসের শেষ থেকে এই ধরণের ব্যবস্থা গুলি প্রতিটি স্কুলে চালু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত সাতটি মোবাইল স্ক্যানার লাগানো হয়েছে। তবে, ১৫টি মোবাইল স্ক্যানার লাগানোর লক্ষ রয়েছে। এই স্ক্যানারের কথা শুনে অনেকেরই মনে হতে পারে কিভাবে পড়ুয়ারের গতিবিধি নজর রাখা হবে? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে, প্রত্যেক পড়ুয়ার যে আই কার্ড রয়েছে তার পিছনে এই ‘কিউআর কোড’ আছে। আর সেই কার্ডটি মোবাইল স্ক্যানারের সামনে স্ক্যান করলেই পড়ুয়াদের উপস্থিতি টের পাওয়া যাবে।

পাশাপাশি অভিভাবকদের কাছে অ্যাপের মাধ্যমে মেসেজ পৌঁছে যাবে। এক্ষেত্রে অভিভাবকরাও তার সন্তানকে নিয়ে নিশ্চিন্তে থাকবেন। শুধু পড়ুয়াদের নয় শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও এই অ্যাপের আওতায় আনা হয়েছে। এখনও পর্যন্ত শিক্ষকদের ‛বায়োমেট্রিক অ্যাটেনডেন্স’-এর ব্যবস্থা আছে। এবার থেকে শিক্ষক বা শিক্ষাকর্মীরা আই কার্ডের মাধ্যমে নতুন এই পদ্ধতিতে উপস্থিতি দিচ্ছেন।

আরও পড়ুন: দেশ জুড়ে জোর ধাক্কা! বাতিল হচ্ছে ১০০ টাকার পুরনো নোট?

তবে, নতুন এই বিষয়টি নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য বলেছেন যে, ছাত্র স্বার্থে যাদবপুর বিদ্যাপীঠের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে পড়ুয়াদের নিখুঁত উপস্থিতি বোঝা সম্ভব হবে। এমনকি এই ব্যবস্থাপনায় অভিভাবকরা অনেকটাই চিন্তা মুক্ত হবেন বলে তার মত। এবার দেখার পালা আগামীদিনে এই ব্যবস্থা কতটা অভিভাবকদের চিন্তামুক্ত করে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।