Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Old 100 Rupees Note Fact Check: দেশ জুড়ে জোর ধাক্কা! বাতিল হচ্ছে ১০০ টাকার পুরনো নোট?

Advertisements
Advertisements

Old 100 Rupees Note Fact Check: তাহলে কি সত্যি সত্যি বাতিল হচ্ছে পুরোনো ১০০ টাকার নোট? বদল করতে হবে পুরোনো টাকা? এই বিষয়ের কি জানাচ্ছে RBI জানেন কি? বর্তমান সময়টা গোটাটাই সোশ্যাল মিডিয়ার যুগ। আর তাইতো সোশ্যাল মিডিয়ায় কিছু আসলে তা ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয় না। তেমনই সোশ্যাল মিডিয়ায় ১০০ টাকার নোটের বদলের কথা নিমেষেই ভাইরাল হয়ে যায়। গত ২০ ডিসেম্বর ওই পোস্টটি প্রকাশ্যে আসে।

Advertisements

Old 100 Rupees Note Fact Check

আর তাতে লেখা ছিল যে, পুরোনো ১০০ টাকার নোটের বদলের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৪। এমনকি ওই পোস্টে পুরোনো ১০০ টাকার নোটের ছবিও ছিল। আর তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ১০০ টাকার নোটের বদল সমন্ধে কোনো তথ্যই পাওয়া যায়নি।

আরও পড়ুন: ১০০ টাকার এই নোট থাকলেই কেল্লাফতে! পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা, কিভাবে?

কিন্তু তারপরেও মানুষের মনে একটি সংশয় কাজ করছিল। আর তা হল ভাইরাল হওয়া ওই পোস্টটির নবাব আবরার নামে জনৈক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে থেকে করা হয়েছিল। আর তারফলে পোস্টটি ভাইরাল হতে খুব একটা সময়নি। এমনকি মানুষও বিশ্বাস করে নিয়েছিল সহজেই। তবে, এবার সব ভুল তথ্যকে উপড়ে ফেলে আসল সত্যিটা প্রকাশ্যে আনলো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুন: গরমে ইলেকট্রিক বিল নিয়ে স্বস্তি! সরকার এতটা ফ্রি দেবে

তবে, এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছেন যে, ১০০ টাকার পুরোনো নোট বাতিলের কোনও নির্দেশ দেশের শীর্ষ ব্যাঙ্ক দেয়নি। আর তারফলে স্পষ্ট যে, পুরোনো ১০০ টাকার নোট বাতিলের খবরটি একেবারেই ভুয়ো। এমনকি নোট সংক্রান্ত বিবৃতি আরবিআই স্পষ্ট জানিয়েছেন যে, আগরে সিরিজে যে ১০০ টাকার নোটগুলো রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ইস্যু করেছে, সেগুলি বর্তমানে বৈধ।

তাহলে আর চিন্তা কিসের। অযথা ১০০ টাকার পুরোনো নোট বাতিলের এই গুজবে কান দেবেন না।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।