Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Student Benefits: ছাত্র-ছাত্রীরা পাবে ২৫ হাজার টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী!

Advertisements
Advertisements

WB Student Benefits: স্কুল ছাত্র ছাত্রীদের দেওয়া হবে ২৫ হাজার টাকা! ইস্তেহারে ঘোষণা তৃনমুলের। ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে লক্ষী ভান্ডার দিয়ে মা-কাকিমাদের মনজয় করে নিয়েছে তৃণমূল সরকার। আর এবার আরও একবার তৃণমূলের ইস্তেহারে বড় ঘোষণা করেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। জানা যাচ্ছে যে, ১৩ থেকে ১৮ বছর বয়স্ক সব ছাত্র ছাত্রীকে এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisements

Students Will Get 25000 Rupees

এই বিষয়ে অমিত মিত্র জানান যে, এবারের ইস্তেহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১০ টি শপথ নিয়েছেন। আর তারমধ্যে অন্যতম হল মহিলাদের হাত শক্ত করা। বাংলার সঙ্গে সামঞ্জস্য রেখে টাকা দেওয়া হবে দেশের প্রতিটি স্কুল ছাত্রীকে। বাংলার মেয়েদের শিক্ষার খরচ দেয় রাজ্য সরকার। দেশের ছাত্র ছাত্রীদের যে এককালীন টাকা দেওয়া হবে সেটি ২৫ হাজার টাকা পাওয়া যাবে। আর যা বছরে পাওয়া যাবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের সিমেষ্টার প্রশ্নের ধরন ডাউনলোড করুন। HS Semister Questions Pattern PDF

WB Student Benefits

এছাড়াও অমিত মিত্র বলেন যে, এগিয়ে বাংলা, এগোবে ভারত। বাংলার কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Prakalpa) সঙ্গে সাযুজ্য রেখে দেশের প্রতিটি স্কুল ছাত্রীকে লেখাপড়ায় সাহায্য করবে সরকার। ১৩ থেকে ১৮ বছর বয়সের ছাত্রীদের দেওয়া হবে ১০০০ টাকা করে। এছাড়াও তাদের এককালীন দেওয়া হবে ২৫ হাজার টাকা। এমনকি প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া হবে। যাতে তাঁরা পরিশ্রুত রান্নার জ্বালানি পায়।

তবে, এখানেই কিন্তু শেষ নয়। ‛জব কার্ড’ হোল্ডারদের ১০০ দিনের কাজ দেওয়া হবে। আর তাতে কর্মচারীদের প্রতিদিন ৪০০ টাকা করে দেওয়া হবে। এমনকি প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে ৫ কেজি করে রেশন, চাল, ডাল, শস্য দেওয়া হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।