Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

E-Shram Card: ই-শ্রম কার্ডে 1000 টাকা ঢোকা শুরু হলো, এভাবে চেক করুন

Advertisements
Advertisements

E-Shram Card: এখন ঘরে বসে ই-শ্রম কার্ডের পেমেন্ট স্ট্যাটাসও চেক করতে পারবেন। তাও আবার মাত্র ২ মিনিটে। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ভারতে ই-শ্রম কার্ড স্কিম শুরু করেছিল। আর এই স্কিমের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেতে এবং ই-শ্রম কার্ডের পেমেন্টের স্থিতি কিভাবে জানবেন সেসব নিয়েই আজকের এই প্রতিবেদন। চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Advertisements

ই শ্রম কার্ড প্রকল্প আসলে কি? (What exactly is the E-Shram Card scheme?)

ই শ্রম কার্ড হল দেশের শ্রমজীবি শ্রমিকদের জন্য ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম। বলা যায় যে, গ্রামীণ এবং শহর উভয় এলাকায় বসবাসকারী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ভারত সরকার এই প্রকল্পটি পরিচালনা করে। এই প্রকল্পের মাধ্যমে সরকার শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করে। ই-শ্রম কার্ড প্রকল্পের অধীনে, সরকার কর্মীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কিছু বিশেষ প্রকল্পও চালায়। এই প্রকল্পগুলির মূল লক্ষই হল শ্রমিকদের দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসা।

আরও পড়ুন: ভোট দিতে গেলে এই তিন জিনিস বাড়িতে রেখে যেতে হবে, বড় নির্দেশ দিল কমিশন

ই শ্রম কার্ডের সুবিধা (Benefits of e-Shram Card)

সরকার ই-শ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অনেক সুবিধা দিয়ে থাকে। এই প্রকল্পের অধীনে, সরকার শ্রমিকদের প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও ৬০ বছর বা তার বেশি বয়সী শ্রমিকদের সরকার পেনশন হিসেবে প্রতি মাসে ৩০০০ টাকা দেন।

এছাড়াও অন্যান্য স্কিমগুলিও ই-শ্রম কার্ড স্কিমের অধীনে পরিচালিত হয়। যার সুবিধাগুলি শুধুমাত্র ই-শ্রম কার্ডধারীদের দেওয়া হয়। আর তাই আপনি যদি এখনও ই-শ্রম কার্ড না করে থাকেন তাহলে আপনার নিকটস্থ ই-মিত্র কিয়স্কের সাহায্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি ই-শ্রম কার্ডের জন্য আবেদন করুন।

আরও পড়ুন: এগিয়ে এল গরমের ছুটি, বড় সিদ্ধান্ত নিল সরকার

ই-শ্রম কার্ড পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন কিভাবে? (How to check e-Shram card payment status?)

  1. প্রথমে আপনাকে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.eshram.gov.in-এ যেতে হবে।
  2. এরপর আপনাকে ই-শ্রম কার্ডের অপশনে যেতে হবে।
  3. তারপর আপনি স্ট্যাটাস চেক করার জন্য তিনটি অপশন দেখতে পাবেন। যার মধ্যে প্রথম অপশনটি হবে মোবাইল নম্বরের সাহায্যে। দ্বিতীয় অপশনটি হবে আধার কার্ডের সাহায্যে আর তৃতীয় অপশনটি হবে UAN নম্বরের সাহায্যে।
  4. এরপর আপনি আপনার পছন্দমত একটি বিকল্প বেছে নিন।
  5. তারপর প্রয়োজনীয় তথ্য লিখুন এবং সাবমিট বোতামটি নির্বাচন করুন।
  6. আর তারপরই দেখবেন ই-শ্রম কার্ডের অর্থ প্রদানের জায়গাটি স্ক্রিনে দেখতে পাবেন। এরপর আপনি সরাসরি পেমেন্ট চেক করার লিঙ্ক পাবেন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।