Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

উচ্চ মাধ্যমিকের সিমেষ্টার প্রশ্নের ধরন ডাউনলোড করুন। HS Semister Questions Pattern PDF

Advertisements
Advertisements

HS Semister Questions Pattern PDF: উচ্চ মাধ্যমিকের সিমেস্টারে কেমন হবে প্রশ্ন জানেন কি? সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটতেই ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। তবে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচিতেও এসেছিল বদল।

Advertisements

HS Semister Questions Pattern PDF

প্রতি বছর ১২ টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। তবে, এবার সেই পরীক্ষা ৯.৪৫ থেকে শুরু হয়েছে। যার থেকে স্পষ্ট যে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘন্টা ১৫ মিনিট পিছিয়েছে। প্রতিবছর পরীক্ষায় প্রশ্নফাঁস থেকে শুরু করে বিভিন্ন রকমের কার্যকলাপে প্রশ্নের মুখে পড়তে হয় পর্ষদকে (WBCHSE)। এবার সেদিকে বিশেষভাবে নজর দিয়েছে পর্ষদ। এমনকি আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। আর তা শেষ হবে ১৮ মার্চ।

এমনকি এই পরীক্ষা যে সিমেস্টার পদ্ধতিতে হবে। কিন্তু পরীক্ষার ধরণ কেমন হবে তা জানেন কি? চলুন একনজরে জেনে নেওয়া যাক।

সিমেস্টারে ছাত্র-ছাত্রীদের কত নম্বর পেতে হবে? (How many marks should students get in the semester?)

এই বিষয়ে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে, সেমিস্টারে প্রতিটি বিষয়েই ৩০ শতাংশ নম্বর পেতে হবে। নাহলেই হয়ে যাবে ফেল। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতিটি বিষয়ে ৩০ শতাংশ নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। এমনকি একাদশ ও দ্বাদশে তৃতীয় সিমেস্টার না দিয়েও পাশ করার সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের।

পর্ষদ কি জানিয়েছেন? (What did the council say?)

শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, উচ্চমাধ্যমিকে অতিরিক্ত বিষয় নিয়ে মোট ছ’টি বিষয় আছে। তার মধ্যে যদি কোনো পড়ুয়া পাঁচটি বিষয়ে ৩০ শতাংশ করে পায় তাহলে তাকে পাশ বলে গণ্য করা হবে। এমনকি উচ্চ মাধ্যমিকে স্পেশাল ও সি সি বলে যে বিষয় ছিল তা এ বছর থেকে বাদ দিয়ে ‛সাপ্লিমেন্টারি’ হিসাবে যুক্ত করা হল।

আরও পড়ুন: চড়া রোদে কড়া নির্দেশ! গরমে শিক্ষকদের রেহাই দিল না পর্ষদ

এমনকি একাদশের প্রথম এবং তৃতীয় সিমেস্টারে (HS Semister Questions Pattern PDF) কোন বিষয়ে পাশ করতে না পারলে ‛সাপ্লিমেন্টারি’ দেওয়ার সুযোগ থাকছে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সিমেস্টারে। আর শেষ দু’টি সিমেস্টার একাদশ ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশ না করলে তার বছর নষ্ট হবে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ রেজিস্ট্রেশন থেকে সাত বছর পর্যন্ত ‛সাপ্লিমেন্টারি’ পরীক্ষা দিতে পারবে।

উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র কেমন হবে? (How will the question paper in higher secondary?)

এই বিষয়ে জানা গিয়েছে যে, একাদশ শ্রেণির প্রথম ও দ্বাদশ শ্রেণীর প্রথম সিমেস্টারের প্রশ্ন তিনটি স্তরে ভাগ করা হচ্ছে। সেখানে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায় সেভাবেই প্রশ্নপত্র সাজাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সংসদের তরফে সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে তা প্রকাশ করা হয়েছে। আর তাতে ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ ও সরল। ৩০ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন। আর ২০ শতাংশ নম্বর হবে উচ্চ মানের। মূলত এই ২০ শতাংশ নম্বর দিয়েই ছাত্রছাত্রীদের যোগ্যতা বিচার করা হবে।

আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, বাড়ি বসে ইন্টারভিউর মাধ্যমে চাকরি!

আর এই প্রশ্নপত্র প্যাটানের মধ্যে মাল্টিপেল চয়েজ, কলম ম্যাচিং, রিএরেঞ্জ, রিলেশনশিপ বিটুইন সেন্টেন্স, ট্রুফলস, ডায়াগ্রাম এসব ধরণের প্রশ্ন হবে।

HS Semister Questions Pattern PDF: Download PDF

Official Website: wbchse.wb.gov.in

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।