Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Important Alert For Job: আধার নয়! চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে গেল এই নথি, এটা ঠিক রাখুন

Advertisements
Advertisements

Important Alert For Job: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ডের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। জন্মগত প্রমানপত্র থেকে শুরু করে ব্যবসা, বাড়ির নথি, এমনকি চাকরির ক্ষেত্রেও আধার কার্ডের ভূমিকা রয়েছে। কিন্তু জানেন কি এবার থেকে আধার নয় বরং চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আরও একটি নথি। কিন্তু সেটা কি জানেন? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করবো।

Advertisements

কমবেশি সকলেই জানেন নিশ্চই যে, ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন বা অন্য যেকোন ধরনের আর্থিক পরিষেবার সুবিধা নিতে আবেদন করার জন্য সিবিল স্কোর (CIBIL SCORE) হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন CIBIL স্কোর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য যোগ্যতার মানদণ্ডের মধ্যে CIBIL স্কোর যোগ করতে চলেছে৷ তাই আপনি যদি চাকরিহীন ব্যক্তি হন এমনকি চাকরি খুঁজছেন তাহলে আপনার CIBIL স্কোর যাতে বেশি থাকে সেদিকে নজর রাখা উচিত।

Important Alert For Job

বহু এমন মানুষ আছেন যারা কিনা তাদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সরকারি চাকরি করতে চায়। আর তারজন্য কঠোর পরিশ্রমও করে। কিন্তু যদি আপনার সিবিল স্কোর (CIBIL SCORE) কম হয় তাহলে আপনি যতই ভালো পড়াশোনা করুন না কেন আপনার চাকরি পেতে বেগ পেতে হবে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে, সম্প্রতি, IBPS ভারতে সরকারি ব্যাঙ্কে চাকরির যোগ্যতা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে যে, ২০২৪ এর বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত প্রার্থী যাদের সিবিল স্কোর ৬৫০ এর কম তারা তাদের সিবিল স্কোর না বাড়া পর্যন্ত নিয়োগ পদ্ধতিতে উপস্থিত হতে পারবেন না।

আরও পড়ুন: চড়া রোদে কড়া নির্দেশ! গরমে শিক্ষকদের রেহাই দিল না পর্ষদ

চাকরির জন্য সিবিল স্কোরের গুরুত্ব (Importance of CIBIL Score for Jobs)

আপনি যদি সরকারি ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার সিবিল স্কোর বজায় রাখা খুবই প্রয়োজনীয়। কেননা, IBPS উল্লেখ করেছে যে SBI বাদ দেওয়া সমস্ত সরকারি ব্যাঙ্কে নিয়োগ শুধুমাত্র আবেদনকারীদের তাদের ব্যাঙ্কে যোগদান করার অনুমতি দেবে যেখানে তাদের একটি সঞ্চয় অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক থেকে যথাযথ NOC পাওয়ার পরে। তাই যদি কোনো প্রার্থীর ৬৫০ এর কম সিবিল স্কোর থাকে তাহলে ব্যাঙ্ক তাকে NOC অনুমতি দেবে না। শেষ পর্যন্ত, এই আবেদনকারীরা সরকারি ব্যাংকে তাদের চাকরিতে যোগ দিতে পারবেন না।

CIBIL স্কোর ব্যাঙ্কে খুব গুরুত্বপূর্ণ কেন? (Why CIBIL score is very important in banks?)

সিবিল স্কোর হল একটি ৩ সংখ্যার মান। যা গ্রাহককে ব্যাঙ্ক থেকে দেওয়া হয়। একাধিক কারণ সিবিল স্কোর নির্ধারণ করে যার মধ্যে ক্রেডিট ব্যবহার, ক্রেডিট সীমা, ঋণ পরিশোধ ইত্যাদি। ব্যাঙ্কের সাথে আপনার ভালো সম্পর্ক থাকলে আপনার সিবিল স্কোর যথারীতিভাবে বৃদ্ধি পাবে। সিবিল স্কোরের পরিসীমা ৩০০ থেকে ৯০০এর মধ্যে থাকতে হয়। যেখানে ৩০০ হল সবচেয়ে কম সিবিল স্কোর। আর ৯০০ হল সেরা সিবিল স্কোর। সুতরাং কোনো ব্যক্তির যদি ৭৫০ এর বেশি সিবিল স্কোর থাকে তবে এটি একটি ভাল সিবিল স্কোর হিসাবে গণ্য করা হয়।

আপনি যদি ব্যাঙ্কে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার সিভিল স্কোর ৬৫০ এর বেশি হওয়া দরকার। তবে, শুধুমাত্র সরকারি চাকরি নয় আপনার খারাপ সিবিল স্কোরের কারণে ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার সময়ও সমস্যার সম্মুখীন হতে পারেন।

কম সিবিল স্কোরে ঋণে অসুবিধার কারণ কি? (What are the reasons for low CIBIL score loan difficulty?)

ব্যক্তিগত ঋণ হল একটি আর্থিক সুবিধা। যা ব্যাংক তাদের গ্রাহকদের প্রদান করে। তবে এটি শুধুমাত্র বিশ্বস্ত গ্রাহকদেরই দেওয়া হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে সিবিল স্কোরও বিশ্বস্ততার একটি সূচক। তাই আপনার যদি খারাপ সিবিল স্কোর থাকে তাহলে ব্যাঙ্ক আপনার ঋণের আবেদন মঞ্জুর করবে না। এমনকি আপনাকে অন্য কোন ধরনের ঋণও দেবে না।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক সিমেস্টারে সব বিষয়ে এত শতাংশ নম্বর পেতে হবে, নইলে ফেল?

সিবিল স্কোর বাড়ানোর টিপস (Tips to increase your CIBIL score)

  1. আপনি যদি কোনো ধরনের ঋণে নিযুক্ত থাকেন তাহলে আপনার সিবিল স্কোর বাড়ানোর জন্য সময়সীমার আগে আপনার মাসিক EMI জমা দিতে হবে।
  2. ক্রেডিট কার্ড প্রদান করার সময় ব্যাঙ্কগুলি গ্রাহকদের ক্রেডিট সীমা প্রদান করে। কিন্তু ১০০ শতাংশ ক্রেডিট সীমা কখনই ব্যবহার করা উচিত নয় কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোরকে কমিয়ে দেবে।
  3. ক্রেডিট সীমার ৩০ শতাংশের বেশি একেবারেই ব্যবহার করা উচিত নয়। যদি আপনার সিবিল স্কোর ইতিমধ্যেই কমে যায় তাহলে আপনি একটি স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন। আর যা সময়মতো পরিশোধ করে দিন। এভাবেই আপনি আপনার সিবিল স্কোর বাড়াতে পারবেন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।