Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WBCHSE Webinar: HS সিমেস্টার পরীক্ষা নিয়ে চালু হল ‘ওয়েবিনার’! পড়ুয়ারা পাবে এই সুবিধা

Advertisements
Advertisements

WBCHSE Webinar: সেমিস্টার পদ্ধতি চালু হতেই অনলাইনে বিশেষ ওয়েবিনার (Webinar) ব্যবস্থা শিক্ষা দফতরের! কিন্তু বিষয়টি আসলে কি তা জানেন? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সকলেই জানেন নিশ্চই যে, ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে শেষ সিলেবাস পরিবর্তন হয়েছিল। তবে, সম্প্রতি ২০২৪ সালে এসে দাঁড়িয়ে আবারও একবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে শুরু করার পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটেছে।

Advertisements

WBCHSE Webinar System

এবার থেকে নাকি পরীক্ষার্থীদের দুবার করে পরীক্ষা দিতে হবে। তাও আবার সেমিস্টার পদ্ধতিতে। যেহেতু এই পদ্ধতি নতুন তাও এই বিষয়টি নিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক সহ শিক্ষকদের মনে যাতে কোনো রকমের সংশয় ও বিভ্রান্তি কাজ না করে সেই কারণেই শিক্ষা দফতরের তরফ থেকে এমন একটি ওয়েবিনার আয়োজন করা হয়েছে। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, এই ‘ওয়েবিনার’ আসলে কি? আর এটি কিভাবেই বা কাজ করবে।

আরও পড়ুন: স্কুলে গরমের ছুটি তাতে কি? পড়ুয়াদের এইভাবে ক্লাস নেওয়া হবে

তাহলে বলে রাখি যে, এই ওয়েবিনার মূল ভাবনার সৃষ্টিকর্তাই হলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যার নামকরণ করা হয়েছে ‛উজ্জীবন চর্চা’ থেকে। এই ওয়েবিনার মাধ্যমে পড়ুয়াদের সেমিস্টার পদ্ধতির খুঁটিনাটি অভিভাবকদের বোঝানো হবে। আর তারফলে পড়ুয়াদের এই সেমিস্টার পদ্ধতির যাবতীয় বিষয় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক সহ শিক্ষক সকলের কাছেই পরিচিত হবে। আর এই অনলাইন ওয়েবিনার দায়িত্বে থাকবেন মুক্তা নার্জিনারি।

WBCHSE Webinar

এমনকি ওয়েবিনার বিষয়ে বক্তব্য রাখবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এমনকি নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দও এখানে নিজের বক্তব্য পেশ করবেন। আর এই অনলাইন ওয়েবিনার মাধ্যমে বহু পড়ুয়া থেকে অভিভাবকের কাছে যে, সঠিক তথ্য পৌঁছে যাবে তা বলাই যায়। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পড়ুয়া থেকে অভিভাবক সহ শিক্ষক-শিক্ষিকারা ইমেল মারফত প্রশ্ন পাঠানোর সুযোগ পাবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।