Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

HS and Madhyamik Pass Job: বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে যে সব চাকরির ফর্ম ফিলাপ চলছে

Advertisements
Advertisements

HS and Madhyamik Pass Job: বর্তমান সময়ে চাকরির বাজারে একটি চাকরি পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার। একটি মধ্যবিত্ত পরিবারের কেউ একজন চাকরি পেলে কতটাই না সুখ আসে পরিবারে, তাও যদি সরকারি চাকরি হয়। আজকে তেমনি কিছু চাকরির ব্যাপারে কথা বলবো যা, মাইনের দিক থেকে ভালো আবার পার্মানেন্ট চাকরি।

Advertisements

মাধ্যমিক পাশে রয়েছে একটি চাকরি যা এখনও ফর্ম ফিলাপ চলছে। বেতন ও ভালো, ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে করতে পারবেন।
কত টাকা মাইনে পাবেন? আর আবেদনের মেয়াদই বা কতদিন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

১) মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ C পদে নিয়োগ: (Post Office Group-C Recruitment 2024)

পদের নাম: স্টাফ কার ড্রাইভার। (Post Office Group-C Recruitment 2024 Madhyamik Pass Job)

শুন্যপদের সংখ্যা: ২৭টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রথমেই জানিয়ে রাখি যে, প্রতিটি চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। আর তাইতো এক্ষেত্রে প্রাথীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। তাহলেই তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রাথীদের মাধ্যমিক পাশের যোগ্যতার পাশাপাশি হেভি মটর ভেহিকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এমনকি তাদের তিন বছরের হেভি মটোর ভেহিকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি এই প্রার্থীদের মোটর মেকানিজমের নলেজ থাকতে হবে।

বয়সসীমা: প্রাথীদের বয়সের সময়সীমা ১৮ বছর থেকে ২৭ বছর পর্যন্ত ধার্য্য করা হয়েছে। তবে, SC ও ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন। OBC প্রাথীরা ৩ বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যানরা ৩ থেকে ৮ বছর পর্যন্ত ছাড় পাবেন।

আরও পড়ুন: WB SSC Recruitment Scam: কী ভাবে চাকরি হয়েছিল ভুয়া শিক্ষকদের? হাইকোর্টের রায়ের পর ১৭ পন্থার পর্দাফাঁস

বেতন: প্রাথীদের প্রতি মাসে বেতন ১৯,৯০০ টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছে।

কিভাবে আবেদন করবেন? অফিসিয়াল নোটিফিকেশন কি আছে? বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

মাধ্যমিক পাশে রয়েছে দ্বিতীয় চাকরি যা এখনও ফর্ম ফিলাপ চলছে। বেতন ও ভালো, ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে করতে পারবেন।
কত টাকা মাইনে পাবেন? আর আবেদনের মেয়াদই বা কতদিন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

২) ভারতীয় রেল পুলিশে কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন: (Madhyamik Pass Government Job 2024)

পদের নাম: RPF কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর (Madhyamik Pass RPF Constable Recruitment 2024)

শুন্যপদের সংখ্যা: মোট শুন্যপদের সংখ্যা ৪৬৬০টি। যার মধ্যে সাব-ইন্সপেক্টর পদের সংখ্যা ৪৫২টি। আর কনস্টেবল পদের সংখ্যা ৪২০৮টি

শিক্ষাগত যোগ্যতা: কনস্টেবল পদের জন্য আবেদনকারীকে যে কোনও বোর্ড থেকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতে হবে। আর তাহলেই আবেদন করা যাবে। আর সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে বিএ ডিগ্রি থাকতে হবে। তাহলেই প্রাথীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: কনস্টেবল পদের জন্য প্রাথীর বয়স নুন্যতম ১৮ বছর থেকে ২৫ বছর বয়স পর্যন্ত ধার্য্য করা হয়েছে। আর সাব-ইন্সপেক্টর পদের জন্য প্রাথীর বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর ধার্য্য করা হয়েছে।

কিভাবে আবেদন করবেন? লাস্ট ডেট কবে? অফিসিয়াল নোটিফিকেশন কি আছে? বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – https://rpf.indianrailways.gov.in/RPF/

এবার রইল উচ্চ মাধ্যমিক পাশের (HS Pass Government JOB 2024) চাকরি যা এখনও ফর্ম ফিলাপ চলছে। বেতন ও ভালো, ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাইলে করতে পারবেন। কত টাকা মাইনে পাবেন? আর আবেদনের মেয়াদই বা কতদিন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

১) ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন: (HS Pass Government JOB 2024)

পদের নাম: ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর (SSC CHSLE Recruitment 2024)

শুন্যপদের সংখ্যা: ৩৭১২টি।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে।

বয়সসীমা: প্রাথীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে আরও ৫ বছরের ছাড় পাবেন। আর ওবিসি প্রাথীরা ৩ বছরের ছাড় পাবেন।

কিভাবে আবেদন করবেন? লাস্ট ডেট কবে? অফিসিয়াল নোটিফিকেশন কি আছে? অফিসিয়াল ওয়েবসাইট দেখুন – https://ssc.gov.in/

আরও পড়ুন: Summer Vacation: স্কুলে গরমের ছুটি তাতে কি? পড়ুয়াদের এইভাবে ক্লাস নেওয়া হবে

২) উচ্চ মাধ্যমিক পাশে আপার ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, (HS Pass Government JOB 2024)

পদের নাম: আপার ডিভিশন ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা: আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। এমনকি কম্পিউটারে ইংরেজিতে 35wpm বা হিন্দিতে 30 wpm টাইপ করার গতি থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ পাশ করতে হবে। আর কম্পিউটারে ইংরেজিতে 35wpm বা হিন্দিতে 30 wpm টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা: আপার ও লোয়ার ডিভিশন উভয় প্রাথীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন? লাস্ট ডেট কবে? অফিসিয়াল নোটিফিকেশন কি আছে? বিস্তারিত জানুন অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন – https://www.nioh.org/

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।