Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB SSC Recruitment Scam: কী ভাবে চাকরি হয়েছিল ভুয়া শিক্ষকদের? হাইকোর্টের রায়ের পর ১৭ পন্থার পর্দাফাঁস

Advertisements
Advertisements

WB SSC Recruitment Scam: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের! চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। সোমবার আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে ২০১৬ সালের স্কুল সার্ভিসের প্যানেল। এদিন ২৮১ পাতার রায়ে বিচারপতিদের নির্দেশ বেআইনি নিয়োগের অভিযোগে যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি যেখানে সুদের হার ধরা হয়েছে ১২ শতাংশ।

Advertisements

WB SSC Recruitment Scam

কিন্তু কিভাবে এই চাকরি চুরি হয়েছে তা জানেন কি? হাইকোর্টের রায়ের ১৭ পন্থার পর্দাফাঁস হয়েছে। কিন্তু গোটা ঘটনাটি কিভাবে কি হল চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রথমেই বলে রাখি যে, সংবিধানের ১৪ এবং ১৬ নম্বর ধারা অমান্য করে ‛গোপন’ টেন্ডারে SSC বেছে নেয় OMR মূল্যায়নকারী সংস্থা NYSAকে। আর OMR এর স্কয়ান করা হত SSC এর অফিসে। যদিও ‛ডেটা স্কয়ানটেক’-কে নিয়োগ করার কথা SSC পুরোপুরিভাবে অস্বীকার করে। এমনকি NYSA-এর তরফে ‛ডেটা স্কয়ানটেক’ নামক সংস্থাকে OMR স্কয়ানের জন্ম নিয়োগ করা হয়।

আরও পড়ুন: বাতিল ২৬ হাজার শিক্ষকের চাকরি, স্কুলে পড়াশোনা কী ভাবে চলবে?

তবে, এখানেই বিষয়টি শেষ নয়। SSC রীতিমতো আসল OMR শিট নষ্ট করে ফেলে। যারফলে CBI তদন্তে নেমে SSC-এর সার্ভারে কোনো OMR এর স্কয়ান খুঁজে পায়নি। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত RTI আবেদনকারীদের OMR-এর স্ক্য়ান কপি দিয়ে, SSC দাবি করত যে এগুলি তাদের ডেটাবেসে ছিল। কিন্তু, অবশেষ SSC-র সার্ভারে এরকম কোনও OMR খুঁজেই পায়নি CBI। এমনকি ৪টি ক্যাটাগরিতে শুন্যপদের থেকে বেশি সংখ্যক প্রাথীকে SSC নিয়োগ করেছে।

SSC Recruitment Scam

শুধু কি তাই এমনও দেখা গিয়েছে যে, প্যানেলে নাম নেই অথচ SSC তাদের চাকরিতে নিয়োগ করেছে। পাশাপাশি সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। এমনকি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখান থেকে SSC চাকরি দিয়েছে। তবে, এখানেই শেষ নয় দুর্নীতির তালিকা। আপনারা জানেন কি অযোগ্য প্রাথীদের চাকরি দিতে SSC অতিরিক্ত শুন্যপদ তৈরির আবেদন জানিয়েছে। এমনকি এসব কুকীর্তি আড়াল করতে কখনই SSC প্রাথীদের নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করেনি।

আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে? যা জানাল পর্ষদ!

এমনকি মেধাতালিকার প্রথমে থাকা প্রাথীদের বদলে শেষে থাকা প্রাথীদের প্রাধান্য দেওয়া হয়েছে। আর এতকিছু দুর্নীতি করেও অবশেষ লাভের লাভ যেন কিছুই হল না। ৮ বছর পর রায় ঘোষণার চাকরি গেল প্রায় ২৬ হাজার শিক্ষকের। যদিও হাইকোর্টের এই রায়কে একেবারেই মানতে চাইছেন না মুখ্যমন্ত্রী ও পর্ষদ। তারা এই রায়ের বিরুদ্ধে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন। এবার দেখার পালা আগামীদিনে কি হয়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।