Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Summer Vacation: স্কুলে গরমের ছুটি তাতে কি? পড়ুয়াদের এইভাবে ক্লাস নেওয়া হবে

Advertisements
Advertisements

Summer Vacation: গরমের ছুটিতেও নেই স্বস্তি! পড়ুয়াদের জন্য অনলাইনে চলবে ক্লাস। সিলেবাস শেষ করতে এমনই উদ্যোগ নিল কিছু স্কুল। ইতিমধ্যেই গ্রীষ্মের দাবদাহে রীতিমতো নাকানিচোবানি খাচ্ছে মানুষজন। আর সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল গুলিতে গরমের ছুটি (Summer Vacation) পড়ে গিয়েছে। সরকারি ও বেসরকারি উভয় স্কুলই এখন বন্ধ। তবে, গরমের ছুটি কাটিয়ে কবে আবার স্কুল খুলবে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisements

Summer Vacation

একইধারে আবার সিআইএসসিই ও সিবিএসই কর্তাদের স্কুল ছুটি দেওয়ার কথা ঘোষণা করতে বলা হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্কুল গুলি অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্কুলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানানো হয়েছে যে, এইভাবে সিলেবাস শেষ করতে না পারলে ছাত্রছাত্রীদের খুবই ক্ষতি হবে। এমনকি তারা পরীক্ষার সময়ে চাপের মুখে পড়ে যাবেন।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ C পদে নিয়োগ, মাসিক বেতন ১৯,৯০০/-

বেসরকারি স্কুলগুলির এই সিদ্ধান্ত দেখে সরকারি কিছু স্কুল এই যেমন- ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুল-সহ আরও বেশকিছু স্কুলে এই অনলাইন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর তারফলে একেবারে হাত পা ছাড়া হয়ে একেবারেই গরমের ছুটি উপভোগ করতে পারবেন না ছাত্র ছাত্রীরা।

Summer Vacation 2024

তবে, একদিকে যেমন শহরের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে অনলাইন ক্লাসের সুবিধা বেশি তেমনই আবার গ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন ক্লাস করা খুবই অসুবিধার। আর তাইতো গ্রামের ছাত্র ছাত্রীর কথা ভেবে বেশ কিছু শিক্ষক মহল ৮৫ বা ৯০ দিনের ছুটি ঘোষণার কথা বলেছেন। এবার দেখার পালা ছুটি ও অনলাইন ক্লাস এই দুটো কিভাবে ম্যানেজ করে ছাত্র ছাত্রীরা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।