Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

AePS Cash Withdrawal: 500,1000 যা লাগে বাড়ি বসেই এইভাবে তুলুন টাকা, আর ATM-এ যেতে হবে না!

Advertisements
Advertisements

AePS Cash Withdrawal:গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর।এবার এটিএমেও নয়, ঘরে বসেই পেয়ে যাবেন টাকা! কিন্তু কিভাবে জানেন কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের টাকা তোলার অন্যতম একটি রাস্তা হল এটিএম মেশিন। সকাল হোক বা সন্ধ্যে অথবা রাত যেকোন সময়ই যেকোন ব্যক্তি এটিএম মারফত তার প্রয়োজনীয় অর্থ তুলে নিতে পারেন। তবে, সেক্ষেত্রে দরকার এটিএম কার্ডের। আর তাই নিমেষে টাকা তুলে নিতে পারবেন।

Advertisements

কিন্তু ধরুন যদি বাড়িতে বসেই আপনার টাকার প্রয়োজন তখন কিভাবে টাকা পাবেন জানেন কি? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি যে, গ্রাহকদের এমন একটি সুবিধা দিচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। কিন্তু এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা কিভাবে ঘরে বসে টাকা পাবেন সেটাই হল আসল প্রশ্ন। মূলত, AePS সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই টাকা তোলা যাবে।

AePS Cash Withdrawalআসলে কি? (What exactly is AePS?)

AePS হল Aadhaar Enabled Payment System। এই সিস্টেমের মাধ্যমে পোস্টম্যান নিজে বাড়ি এসে আপনাকে টাকা দিয়ে যাবে।

টাকা দেওয়ার ক্ষেত্রে Aeps কিভাবে কাজ করবে? (How will Aeps work in paying?)

Aepsকে কাজ করাতে হলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আর এই AePS হল এমন একটা সিস্টেম যাতে কিছু কিছু ব্যাঙ্কিং লেনদেন করা যায়। এই যেমন ধরুন ব্যালান্স জানা, টাকা তোলা, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার সবই করা যায়।

আপনি কিভাবে আধার এটিএম ব্যবহার করবেন? (How do you use Aadhaar ATM?)

  1. এক্ষেত্রে প্রথমেই আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা বেছে নিতে হবে।
  2. এরপর মোবাইল নম্বর, নাম, ঠিকানা, পিনকোড ও ইমেইল দিয়ে আপনার বাড়ির কাছের পোস্ট অফিস এবং যে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন তাঁর তথ্য দিতে হবে।
  3. তারপর কিছুক্ষণের মধ্যেই পোস্টম্যান আপনার বাড়ি গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

AePS-এর মাধ্যমে গ্রাহকরা কত টাকা তুলতে পারবেন? (How much can customers withdraw through AePS?)

এক্ষেত্রে গ্রাহকরা ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

একটা আধারে অনেকগুলি একাউন্ট লিঙ্ক থাকলে কি হবে? (What if there are many account links in one Aadhaar?)

এই বিষয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank) তাঁর FAQ অংশে স্পষ্টই জানিয়েছেন যে, যদি কোনও গ্রাহকের একটি আধারে অনেকগুলি অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে লেনদেনের সময় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বেছে নিতে হবে। আর যদি একই ব্যাঙ্কে অনেকগুলি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট থেকেই আপনি টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে আলাদা করে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে হবে না।

আরও পড়ুন: ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

বাড়ি থেকে টাকা নিলে কত টাকা চার্জ করা হবে? (How much money will be charged if you take money from home?)

এ বিষয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছেন যে, বাড়ি থেকে কোনও গ্রাহক যদি টাকা তুলতে চান তাহলে তাঁকে অতিরিক্ত কোনও ফি বা চার্জ দিতে হবে না। কিন্তু ডোরস্টেপ সার্ভিস নিতে গেলে ব্যাঙ্ক গ্রাহকের উপর কিছু চার্জ চাপাতে পারে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।