Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ICDS Suggestion 2024: অঙ্গনওয়াড়ি পরীক্ষার সাজেশন, সবাই দেখে নিন

Advertisements
Advertisements

ICDS Suggestion 2024: বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

Advertisements

আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই অবাক হয়ে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। তবে, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের ICDS পরীক্ষার কিছু প্রশ্ন ও উত্তর জানাবো। যা কিনা এই পরীক্ষার জন্য খুবই উপকারী। চলুন তবে জেনে নেওয়া যাক প্রশ্নগুলি কি কি?

ICDS Suggestion 2024

১.দেবী চৌধুরানী মন্দির কোথায় অবস্থিত?
উত্তর- জলপাইগুড়ি

২.পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবন পাওয়া যায়?
উত্তর- বক্রেশ্বর

৩.আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
উত্তর- মালদা

৪.বিখ্যাত বানেশ্বর শিব মন্দির কোথায় অবস্থিত?
উত্তর- কোচবিহার

৫.কোন ঐতিহাসিক স্থানটি ‛বড় কোঠি’ নামে পরিচিত?
উত্তর- হাজারদুয়ারী প্রাসাদ

৬.ঘুম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর- দার্জিলিং

৭.বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত?
উত্তর- পশ্চিম মেদিনীপুর

আরও পড়ুন: মোদির নতুন প্রকল্প চালু, আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫,০০০ টাকা

৮.পশ্চিমবঙ্গের কোন স্থানটি বাকিংহাম প্যালেসের অনুপ্রাণিত?
উত্তর- কোচবিহার প্রাসাদ

৯.কোন লোকনৃত্য পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত?
উত্তর- গম্ভীরা

১০.যামিনী রায়ের বিখ্যাত চিত্রকর্ম কোনটি?
উত্তর- কালো ঘোড়া

১১.পশ্চিমবঙ্গের কোন গ্রামটি সঞ্জীব মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত?
উত্তর- ঘূর্ণি

১২.বিলাপ করার বিপরীত শব্দ কি?
উত্তর- রিজয়েস অর্থাৎ আনন্দ প্রকাশ করা

১৩.বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন?
উত্তর- আলাউদ্দিন খলজি

১৪.আমির খসরু কার দরবারের বিখ্যাত কবি ছিলেন?
উত্তর- আলাউদ্দিন খিলজি

১৫.বঙ্গভঙ্গ কে রোধ করেন?
উত্তর- লর্ড হার্ডিঞ্জ

১৬.মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত?
উত্তর- ৭০ থেকে ৮০ বার

আরও পড়ুন: রাজ্যের এইসব শিক্ষকদের কপালে দুর্ভোগ! কড়া নির্দেশ দিল হাইকোর্ট

১৭.রক্তরসে PH এর মাত্রা কত থাকে?
উত্তর- 7.3-7.4

১৮.লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন?
উত্তর- ১২০ দিন

১৯.মানবদেহের ভারসাম্য বজায় রাখতে কে সাহায্য করে?
উত্তর- লঘু মস্তিস্ক

২০.মূত্রের রং হলুদ হওয়ার কারণ কি?
উত্তর- ইউরোক্রোম।

তাহলে আর চিন্তা কিসের? নিজস্ব প্রিপারেশনের পাশাপাশি এই প্রশ্ন-উত্তর গুলিতে একবার চোখ বুলিয়ে নিন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।