Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WBCHSE Curriculum 2024: উচ্চ মাধ্যমিকে আসছে আরও ৩টি বিষয়! বৃত্তিমূলক শিক্ষায় জোর শিক্ষা সংসদের

Advertisements
Advertisements

WBCHSE Curriculum 2024: ফের উচ্চ মাধ্যমিকে আসছে আরও ৩টি বিষয়! বৃত্তিমূলক শিক্ষায় জোর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ইতিমধ্যেই চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে নতুন পাঠ্যসূচী চালু হচ্ছে। আর তারই মধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর বৃত্তিমূলক সিলেবাসে ৩টি নতুন বিষয় যোগ হতে চলেছে। কিন্তু সেগুলি কি জানেন? চলুন সেগুলির বিষয়েই একনজরে জেনে নেওয়া যাক।

Advertisements

WBCHSE Curriculum 2024

মূলত এবার নাকি বৃত্তিমূলক সিলেবাসের সঙ্গে যুক্ত হবে ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স, ফুড প্রসেসিং ও টেলিকম। যারফলে উচ্চ মাধ্যমিকের বিষয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ থেকে ১৬ তে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বৃত্তিমূলক পাঠ্যক্রমে যুক্ত হবে আরও ৭টি নতুন বিষয়। বোর্ড (WBCHSE) সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন যে, আমরা পড়ুয়াদের প্রযুক্তিগত বুদ্ধি বৃত্তি বাড়ানোর চেষ্টা করছি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

এমনকি তিনি আরও বলেছেন যে, ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় যাতে সুবিধা হয় তার জন্যেই নাকি এই বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। আর সেই কারণেই স্কুল স্তর থেকে এই বিষয়গুলি পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিকে মোট ৬২টি বিষয় রয়েছে। আর তারমধ্যে ১৩টি বৃত্তিমূলক বিষয়। আর তার সঙ্গেই এবার ৩টি বিষয় যুক্ত হয়ে মোট ১৬টি বিষয় পড়ানো হবে।

এমনকি আগামী শিক্ষাবর্ষ থেকে নাকি আরও ৭টি বৃত্তিমূলক বিষয় যোগ করা হবে। চলতি বছরে ৩টি বিষয় সিলেবাসের সঙ্গে যুক্ত করা হয়েছে। সেগুলি হল অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও সায়েন্স অফ ওয়েলবিয়িং। মূলত প্রথম দু’টি বিষয় নিয়ে শুধু মাত্র বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাই পড়াশোনা করতে পারবেন। আর শেষেরটি নিয়ে অবশ্য বিজ্ঞান, বাণিজ্য ও কলা যে কোনও বিভাগের পড়ুয়া ভর্তি হতে পারবে।

আরও পড়ুন: ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

প্রসঙ্গত, এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৩টি ভাষাকে সিলেবাস থেকে বাদ দিয়েছে। সেগুলি হল পাঞ্জাবি, গুজরাতি ও ফরাসি ভাষা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।