Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ATM Cash Withdrawal Charge: এইসব ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বড় কথা নয়! তবে এত টাকা ATM চার্জ দিতে হবে

Advertisements
Advertisements

ATM Cash Withdrawal Charge: আজকালকার দিনে দাঁড়িয়ে এটিএম কার্ডের প্রয়োজনীয়তা তথা সুবিধার কথা কাউকে বলে বোঝানোর নয়। তবে, এই এটিএম কার্ড নিয়ে বড়সড় খবর এল প্রকাশ্যে। আপনি যদি এসবিআই, পিএনবি, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে এই খবরটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Advertisements

তবে, খবরটি আসলে কি সেটাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি যে, এবার থেকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুললে বেশি টাকা দিতে হবে। দেশের সমস্ত ব্যাঙ্কগুলি প্রতি মাসে তাদের গ্রাহকদের একটি নির্দিষ্ট সংখ্যক বিনামূল্যে এটিএম লেনদেনের অফার করে। যদি কোনো গ্রাহক এই সীমা এক মাসের মধ্যে অতিক্রম করেন তাহলে গ্রাহকদের প্রতিটি এটিএম লেনদেনে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। তা আর্থিক বা অ-আর্থিকই যাই হোক না কেন।

ATM Cash Withdrawal Charge

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নির্দেশিকা জারি করেছে। আর সেই নির্দেশিকা অনুসারে, বিনামূল্যে লেনদেনের সংখ্যা ছাড়াও ব্যাঙ্কগুলি প্রতিবার টাকা তোলার জন্য সর্বোচ্চ ২১ টাকা চার্জ করতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন ব্যাঙ্ক কত টাকা চার্জ করেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম (Panjab National Bank ATM)

PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মেট্রো এবং নন-মেট্রো উভয় জায়গারই এটিএম-এ প্রতিমাসে ৫টি বিনামূল্যে লেনদেনের অনুমতি দেয়। এরপরে, গ্রাহকদের প্রতিটি লেনদেনে ১০টাকা করার দিতে হবে। একই সময়ে, অন্যান্য ব্যাঙ্কের এটিএমগুলিতে PNB মেট্রো শহরে তিনটি বিনামূল্যে লেনদেন এবং নন-মেট্রো শহরগুলিতে পাঁচটি বিনামূল্যে লেনদেন অফার করে। এরপরে ব্যাঙ্ক আর্থিক লেনদেনের জন্য ২১ টাকা প্লাস ট্যাক্স চার্জ করবে। PNB অ-আর্থিক লেনদেনের জন্য ৯ টাকা প্লাস ট্যাক্স চার্জ করবে।

আরও পড়ুন: 11 ক্লাসে ভর্তি হলেই 10 হাজার টাকা পাবে পড়ুয়ারা, দারুন ঘোষণা রাজ্য সরকারের

এসবিআই এটিএম (SBI ATM)

২৫,০০০ টাকার উপরে গড় মাসিক ব্যালেন্সের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার এটিএম-এ ৫টি বিনামূল্যে লেনদেন (অ-আর্থিক এবং আর্থিক সহ) অফার করে৷ এই পরিমাণের উপরে লেনদেন সীমাহীন। সীমার বেশি আর্থিক লেনদেনের জন্য SBI ATM-এ GST সহ ১০ টাকা চার্জ রয়েছে৷ অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ প্রতি লেনদেনে ২০ টাকা প্লাস জিএসটি কাটবে।

আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম (ICICI Bank ATM)

ICICI ব্যাঙ্ক তার গ্রাহকদের প্রতি মাসে মেট্রো এলাকায় ৩টি এবং নন-মেট্রো এলাকায় ৫টি বিনামূল্যে লেনদেনের অনুমতি দেয়৷ এরপরে, প্রতিটি অ-আর্থিক লেনদেনের জন্য ৮.৫ টাকা এবং ICICI ব্যাঙ্কের এটিএমগুলিতে প্রতিটি আর্থিক লেনদেনের জন্য ২১ টাকা চার্জ করা হয়।

আরও পড়ুন: মাত্র 2 মিনিটে বদলে ফেলুন আধারের ছবি, সুন্দর সরকারি উপায় দেখুন

এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম (HDFC Bank ATM)

HDFC ব্যাঙ্কের এটিএমগুলিতে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেনের সীমা রয়েছে৷ নন-ব্যাঙ্ক ATM-এর জন্য মেট্রো এলাকায় ৩টি লেনদেন এবং নন-মেট্রো এলাকায় ৫টি লেনদেন। এরপর কেউ যদি সীমা অতিক্রম করেন তাহলে গ্রাহকদের প্রতিটি আর্থিক লেনদেনের জন্য ২১ টাকা এবং প্রতিটি অ-আর্থিক লেনদেনের জন্য ৮.৫ টাকা চার্জ করা হয়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।