Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Post Office SCS Scheme: পোস্ট অফিস প্রতি মাসে আপনাকে দেবে ২০,৫০০ টাকা, আবেদন করুন

Advertisements
Advertisements

Post Office SCS Scheme: নতুন বছরের শুরুতেই বড়সড় সুখবর!প্রতি মাসে পাবেন ২০,৫০০ টাকা। কিন্তু কিভাবে জানেন কি? আপনি যদি নিরাপদে বিনিয়োগ করতে চান তাহলে যে পোস্ট অফিসের চেয়ে ভালো কিছুই হতে পারেনা তা সকলেরই জানা। বরাবরই পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য অনেক ধরনের ছোট থেকে বড় প্রকল্প বাজারে আনেন। যা বিনিয়োগকারীদের অর্থ নিরাপদে রাখে। আর এই কারণেই বিপুল সংখ্যক লোক ভারতীয় পোস্টের স্কিমগুলিতে বিনিয়োগ করতে পছন্দ করে।

Advertisements

তবে, আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা বলবো যার থেকে গ্রাহকরা প্রতিমাসে ২০,৫০০ টাকা করে পাবেন। কিন্তু কি এই স্কিম? কত টাকাই বা বিনিয়োগ করবেন এই স্কিমে জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক।

স্কিমের নাম: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Post Office SCS Scheme)

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আসলে কি? (What is Senior Citizen Savings Scheme?)

এই স্কিমের সমন্ধে বলতে গেলে বলা যায় যে, মূলত প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখেই এই স্কিমটি বাজারে আনা হয়েছে। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে গ্রাহকরা ন্যূনতম হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। আর সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুন: মাত্র 2 মিনিটে বদলে ফেলুন আধারের ছবি, সুন্দর সরকারি উপায় দেখুন

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে গ্রাহকরা কত টাকা পাবেন? (How much money will customers get in Senior Citizen Savings Scheme?)

এই স্কিমে বিনিয়োগকারী গ্রাহকরা প্রতি মাসে কত টাকা পাবেন তা নির্ভর পুরোটাই নির্ভর করবে গ্রাহকের দেওয়া বিনিয়োগের পরিমাণের উপর। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই স্কিমে বিনিয়োগ করলে ধারা ৮০সি-র অধীনে করছাড় পাওয়া যায়। ৬০ বছর এবং তার বেশি বয়সী ব্যক্তিদের কথা মাথায় রেখেই প্রকল্প (Senior Citizen Savings Scheme) তৈরি করা হয়েছে। যাতে অবসর গ্রহণের পর তাঁরা নিয়মিত আয় করতে পারেন।

এই প্রকল্পে কত টাকা সুদ মিলবে? (How much interest in Senior Citizen Savings Scheme?)

বলা যায় যে, সরকার বর্তমানে এই প্রকল্পে ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে প্রবীণ নাগরিকরা যদি একসঙ্গে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ওই ব্যক্তি প্রতি তিনমাস অন্তর ১০,২৫০ টাকা করে পাবেন। ৫ বছরে শুধু সুদ থেকে আয় হবে ২ লক্ষ টাকা। আর যদি কেউ ৩০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি বছর তিনি ২,৪৬,০০০ টাকা সুদ পাবেন। যারফলে প্রতি মাসে মিলবে ২০,৫০০ টাকা। আর সেই টাকা যদি তিন মাস অন্তর হাতে আসে তাহলে ৬১,৫০০ টাকা মিলবে।

আরও পড়ুন: 11 ক্লাসে ভর্তি হলেই 10 হাজার টাকা পাবে পড়ুয়ারা, দারুন ঘোষণা রাজ্য সরকারের

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুবিধা কি? (What are the benefits of Post Office SCS Scheme?)

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ভারত সরকার পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পান। প্রতি বছর ৮.২ শতাংশ হারে সুদ পান।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।