Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Government Subsidy 2024: ফ্রি-তে বিদ্যুৎ ও ৫০০ টাকায় রান্নার গ্যাস, বড় ঘোষণা করল সরকার!

Advertisements
Advertisements

Government Subsidy 2024: মধ্যবিত্তদের জন্য এল বড়সড় সুখবর! রান্নার গ্যাসের দামে বড়সড় পতন। তাহলে কততে বিকোচ্ছে রান্নার গ্যাস জানেন কি? আগেকার দিনে বেশিরভাগ মানুষই উনুনে অথবা স্টোভে রান্না করতো। কিন্তু এখন গরীব থেকে মধ্যবিত্ত হোক বা বড়লোক সব বাড়িতেই LPG গ্যাসের ব্যবহার বেড়েছে। ২০১৬ সালের ১ মে থেকে ২০২৩ সাল অবধি অর্থাৎ এই ৯ বছরে ১৭ কোটিরও বেশি গ্রাহক LPG কানেকশন নিয়েছে।

Advertisements

Government Subsidy 2024

তবে, দিন দিন যেহারে গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মাঝে মধ্যে বেশ চিন্তায় পড়ে সাধারণ মানুষ। কিন্তু সম্প্রতি রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। তবে, তারপরেও এল আরও একটি সুখবর। আর তা হল ফের রান্নার গ্যাসের দাম পতন হয়েছে। কেবলমাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস। কারা কারা এই সুবিধা পাবেন জানেন কি? চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক। মূলত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যোজনায় অন্তগত তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন: পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন

তবে, হঠাৎ করে এই রান্নার গ্যাসের দাম কমানোর ব্যাখ্যা করতে গেলে বলা যায় যে, তেলেঙ্গানার নতুন কংগ্রেস সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ৬টি গ্যাস ৫০০ টাকায় দেওয়া হবে। এই সেই মতোই আমজনতাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। এই বিষয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন যে, নির্বাচনে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি এবার পালিত হল। পাশাপাশি তিনি আগামীদিনে যে আরও কিছু প্রকল্প আসবে সেই বিষয়েও জানান।

আর সেই জায়গায় দাঁড়িয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে গৃহজ্যোতি যোজনা শুরু হয়েছে। এই যোজনায় মারফত জনগণ ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। তবে, এই মহালক্ষী যোজনায় ১৮.৮৬ লক্ষ গ্রাহকের মধ্যে ১৩ এপ্রিল ২০২৪-এ দ্বিতীয় রান্নার গ্যাসের সিলিন্ডারটি দেবেন ৷ যেখানে ৩৯.৩৩ লক্ষ গ্রাহক এই যোজনার তালিকাভুক্ত হতে পারবে। তেলঙ্গানা সরকারের পক্ষ থেকে ২১.২৯ লক্ষ মানুষকে ইতিমধ্যে ৫৯.৯৭ কোটি টাকা ভর্তুকি হিসাবে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, বড়সড় সিদ্ধান্ত নিল পর্ষদ!

তবে, এই ভর্তুকি পেতে গেলে অবশ্যই আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। যারফলে গ্রাহকের একাউন্টে সরাসরি এই ভর্তুকির টাকা পৌঁছে যাবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।