Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Scholarship: মাধ্যমিক পাশ করলেই মিলবে ১৮ হাজার টাকা, এইভাবে আবেদন করুন

Advertisements
Advertisements

WB Scholarship: মাধ্যমিক পাশের পর মিলবে ১৮,০০০ হাজার টাকা! শিক্ষার্থীদের জন্য নতুন স্কিম চালু সরকারের। আমাদের দেশে মেধাবী ছাত্র ছাত্রীদের সংখ্যা কিছু কম নয়। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় যে, টাকা পয়সার অভাবের জন্য বহু ছাত্র-ছাত্রী মাধ্যমিকের পর পড়াশোনা বন্ধ করে দেয়। মূলত তাদের কথা ভেবেই এই স্কলারশিপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যাতে পড়ুয়াদের উচ্চ শিক্ষায় কোনো বাধা না পড়ে। আর এই স্কলারশিপের নাম বিবেকানন্দ স্কলারশিপ। চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার যোগ্যতা? (Eligibility for Swami Vivekananda Scholarship?)

  1. এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই বাংলার বাসিন্দা হতে হবে।
  2. পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাহায্যপ্রাপ্ত যে কোনও স্কুলের পড়ুয়ারা এতে আবেদন করতে পারবে।
  3. রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন।
  4. এই স্কলারশিপ পেতে আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  5. বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।

আরও পড়ুন: জাহাজ রিপেয়ারিং সংস্থায় বিভিন্ন পদে চাকরি, এইট পাশে আবেদন করুন

কারা কারা এই স্কলারশিপ পাবেন? (Who will get this scholarship?)

আইআইটির ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালের স্নাতক ও ডিপ্লোমা, নার্সিং কোর্সের পড়ুয়ারা, ফার্মেসি, প্যারামেডিক্য়াল,কলা ও বিজ্ঞানের স্নাতকোত্তর, বিএড এবং পিএইচডি পড়ুয়ারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবেন।

বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য কি কি লাগবে? (What do I need to apply for the Swami Vivekananda Scholarship?)

স্কলারশিপের আবেদনের জন্য শেষ পরীক্ষার মার্কশিট, আবেদনকারীর পরিবারের আয়ের শংসাপত্র, অ্যাডমিশন ফি বা অ্যাকাডেমিক পেমেন্টের রশিদ, আধার কার্ড, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, সই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি লাগবে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে! সামনে এল বড় খবর

বিবেকানন্দ স্কলারশিপে পড়ুয়ারা কত টাকা করে পাবেন? (How much money will students get in Swami Vivekananda Scholarship?)

এই স্কলারশিপের মাধ্যমে আর্টস ও কমার্স বিভাগের পড়ুয়ারা ১২,০০০টাকা পাবেন। ওদিকে বিজ্ঞান, স্নাতক সহ অন্যান্য স্তরের পড়ুয়ারা ১৮,০০০ করে টাকা পাবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? (How To Apply For Swami Vivekananda Scholarship?)

পড়ুয়াদের অনলাইন (svmcm.wbhed.gov.in) মারফত এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।