Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

অবিবাহিত, বিধবা ও ডিভোর্সড মেয়েরা পাবেন এই সুবিধা, বড় ঘোষণা করল সরকার

Advertisements
Advertisements

Family Pension: আর নয় দুশ্চিন্তা! এবার থেকে অবিবাহিত থেকে শুরু করে বিধবা সহ ডিভোর্সী মহিলারা পাবেন ‛ফ্যামিলি পেনশন’। সম্প্রতি এমনটাই ঘোষণা করলো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতর। বর্তমানে চলছে লোকসভা ভোট। আর এই ভোটের আবহেই প্রকাশ্যে এল এই খবর। মানুষের সুবিধার্থে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরণের প্রকল্প চালু করেছে। আর যারমধ্যে হিট প্রকল্প হল কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার, পথশ্রী, যুবশ্রী।

Advertisements

তবে, এসবের মাঝেই মহিলাদের জন্য প্রকাশ্যে এল আরও একটি প্রকল্প। যা ‛ফ্যামিলি পেনশন’ নামে পরিচিত। আজকালকার যুগে মেয়েরা যেমন স্বাবলম্বী তেমনই আবার অনেক মেয়েরা নিরুপায় বটে। এখনও পৃথিবীতে এমন বহু মেয়েকে দেখা যায় যে, যারা বিয়ের বয়স হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বিয়ে করেনি। তারা অববাহিত অবস্থায় জীবন-যাপন করছেন। আবার কেউ কেউ খুবই অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন।

আরও পড়ুন: ইউনিট প্রতি দেড় গুন বাড়ল বিদ্যুৎ বিল! এখন এত বেশি টাকা দিতে হবে

আর এই অবস্থায় দাঁড়িয়ে সেই মেয়েটির কি করে চলবে সেটা খুবই ভাবনার একটি বিষয় হয়ে দাঁড়ায়। তাইতো তাদের কথা ভেবেই এমন একটি প্রকল্প সকলের সামনে আনা হয়েছে। তবে, জানেন কি অবিবাহিত, বিধবা মহিলা ছাড়াও ডিভোর্সী মহিলারা এই পেনশনের সুবিধা পাবেন। কিন্তু এই সুবিধা পেতে হলে মানতে হবে কিছু শর্ত। এমনকি সকলেই কিন্তু এই সুবিধা পাবেন না।

আরও পড়ুন: পার্মানেন্ট চাকরি দিচ্ছে কোল ইন্ডিয়া, বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন

তবে, এই সুবিধা পাওয়ার জন্য কি শর্ত রয়েছে সেটাই এবার জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে যে, যেসব অবিবাহিত, ডিভোর্সী সহ বিধবা মহিলাদের ২৫ বছর পেরিয়ে গেছে তাই কেবলমাত্র এই ‛ফ্যামিলি পেনশন’ (Family Pension) এর সুবিধা পাবেন। তবে, হ্যাঁ যারা অবিবাহিত তাদের সারাজীবন অবিবাহিতই থাকতে হবে। তাহলেই তারা টাকা পাবেন। আর এই টাকা পাবেন জীবনভর। এমনকি সরকারি কর্মচারীরা এবার থেকে এই ‛ফ্যামিলি পেনশন’ এর ক্ষেত্রে স্বামীর বদলে ছেলেকে নমিনি করতে পারবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।