Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Electric Bill Hike: ইউনিট প্রতি দেড় গুন বাড়ল বিদ্যুৎ বিল! এখন এত বেশি টাকা দিতে হবে

Advertisements
Advertisements

Electric Bill Hike: গ্রাহকদের মাথায় হাত! ইউনিট প্রতি দেড় গুন বাড়ল বিদ্যুৎ বিল। যারফলে অনেক বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। কিন্তু কত টাকা দিতে হবে তা জানেন কি? চলুন একনজরে তা জেনে নেওয়া যাক। যতদিন এগোচ্ছে ততই মানুষজন উন্নত হচ্ছে। আর এই উন্নত হওয়ার পাশাপাশি বাড়ছে বিভিন্ন টেকনোলজির ব্যবহার। একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে, আগেকার দিনে একটি বাড়িতে টিভি থাকাই ছিল বিশাল একটা আশ্চর্যের ব্যাপার।

Advertisements

কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতে গেলে প্রায় প্রতিটি বাড়িতেই স্মার্ট টিভি থেকে শুরু করে ফ্রিজ, এসি, গিজার, ওয়াশিং মেশিন, চিমনি, মাইক্রোওভেন সহ আরও নানান ধরণের ইলেকট্রনিক জিনিসপত্র থাকে। আর এসব জিনিস প্রতিদিন চালালে তো বিদ্যুৎ খরচ হবেই। আর সেই মতোন ইলেকট্রিক কোম্পানিগুলি টাকাও নেয়। ইউনিট প্রতি টাকা প্রতিটি গ্রাহকের কাছ থেকে বুঝে নেওয়া হয়। কিন্তু এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি বিষয়। যা দেখে চক্ষু চড়কগাছ সবার।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি মিলবে ৫ হাজার টাকা! আবেদন করুন এই প্রকল্পে

সম্প্রতি অনির্বাণ ঘোষ নামের একজন ব্যাক্তি তার ফেসবুক প্রোফাইল একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি তার বাড়ির তিনমাসের ইলেকট্রিক বিলটি তুলে ধরেছেন। যথারীতি তার খরচ করা ইউনিট অনুযায়ী টাকাও এসেছে। কিন্তু তার মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে এসেছে এমনকি ওই ব্যক্তি তুলে ধরেছেন তা হল ‛এনার্জি চার্জেস ডিটেলস’। আর সেখানেই কোয়ার্টারলি কনজামশনের একটি লিস্ট রয়েছে।

আর তাতে ইউনিট প্রতি স্লাপের দাম উল্লেখ করা হয়েছে। এতদূর অবধি সব ঠিকই ছিল। কিন্তু আসল ঘটনা আসে তারপর। ওই ‛এনার্জি চার্জেস ডিটেলস’ এর নিচে ‛নিউ টেরিফ’ (New Tariff) নামের একটি লেখা দেখা যাচ্ছে। আর সেখানেও ইউনিট প্রতি স্লাপের দাম উল্লেখ করা হয়েছে। কিন্তু আশ্চর্য্যজনক বিষয় হল প্রথম ইউনিটের স্লাপের দাম যা রয়েছে তার চেয়ে ৩ গুন কম ইউনিটের ক্ষেত্রেও একই দাম ধরা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মধ্যেই আবার কমল গ্যাসের দাম, এখন নতুন দাম কত?

কিন্তু এই ‛নিউ টেরিফ’ (New Tariff) এমনকি তাতে থাকা প্রতিটি ইউনিট স্লাপ কিসের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে তা কিছুই বোঝা যাচ্ছে না। তবে, এই বিল দেখে এটুকু স্পষ্ট যে, গরম পড়তেই অতিরিক্ত বিদ্যুৎ ইউনিট দেখিয়ে ইলেকট্রিক বিল বেশি আসার আশঙ্কা রয়েছে। তবে, আগামীদিনে এই বিষয়টি নিয়ে সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।