Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ভোটের মধ্যেই আবার কমল গ্যাসের দাম, এখন নতুন দাম কত?

Advertisements
Advertisements

গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! ভোটের মধ্যেই ফের কমলো গ্যাসের দাম। তবে জানেন কি দাম কমে এখন নতুন গ্যাসের দাম কত হয়েছে? গ্যাস ছাড়া প্রতিটি বাড়ির হেঁসেল যেন একেবারে অন্ধকার। সকাল হলেই নিত্য নতুন পদের সম্ভার তৈরিতে গ্যাসের ভূমিকা অপরিসীম। আর তাইতো দ্বিতীয়বারের জন্য দাম কমলো বাণিজ্যিক সিলিন্ডারের। লোকসভা নির্বাচনের মাঝে এমন একটি খবর রীতিমতো খুশি সকলেই। ইতিমধ্যেই ১ মে থেকে এই গ্যাসের নতুন দাম চালু হয়ে গিয়েছে।

Advertisements

তবে, হ্যাঁ ভাববেন না যেন রান্নার গ্যাসের দাম কমছে। তা কিন্তু একেবারেই নয়। এটি আসলে বাণিজ্যিক গ্যাসের কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় আওতায় এর আগে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমেছিল। তবে, এবার কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। এই বাণিজ্যিক গ্যাসের দাম কমার পর কোথায় কত টাকা দামে গ্যাস বিকোচ্ছে তা জানেন কি? চলুন সবিস্তারে গোটা বিষয়টি জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, চাকরিহারা প্রার্থীদের মুখে হাসি ফুটল

কোন সিলিন্ডারের দাম কমেছে?

সম্প্রতি সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থা একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছেন যে, ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের (LPG Gas) দাম ১৯ টাকা করে কমেছে। তবে, এই সুবিধা কিন্তু একমাত্র বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেই মিলবে। তবে, গৃহস্থালির রান্নার গ্যাসের ক্ষেত্রে কোন পরিবর্তন হয়নি।

গত মাসে গ্যাসের দামে কি বদল এসেছে?

এর আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসের ১ তারিখ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমেছিল। তবে, তার আগে মাস তিনেক ধরে বাণিজ্যিক সিলিন্ডারের গ্যাসের দাম বেড়েছিল। তবে, এবার আবার ১৯ টাকা করে দাম কমেছে।

আরও পড়ুন: AC-এর সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কি কম হয়?

কোন শহরে এলপিজি সিলিন্ডারের দাম কত?

গতকাল অর্থাৎ ১ মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯ টাকা কমার পর আজ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৮৫৯ টাকা। দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১৭৪৫.৫০ টাকা। চেন্নাইতে দাম দাঁড়িয়েছে ১৯১১ টাকা। মুম্বইতে দাম দাঁড়িয়েছে ১৬৯৮.৫০ টাকা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।