Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

AC-এর সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কি কম হয়?

Advertisements
Advertisements

বর্তমানে ফুল দমে গরম পড়ে গিয়েছে। আর তাই প্রতিটি বাড়িতেই সিলিং ফ্যান থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান সহ এসি সবকিছুই জোর কদমে চলছে। তবে, ফ্যান যতই চালানো হোক না কেন এসির খানিক্ষণ বেশি চালালেই সকলের মনে একটি ভয় কাজ করে। আর তা হল ইলেকট্রিক বিল বেশি আসার ভয়। কিন্তু তাই বলে তো আর এসি না চালিয়ে থাকা যায় না? তাইতো অনেকেই আছেন যারা নানান উপায় এসি চালান।

Advertisements

কেউ এসির সঙ্গে পাখা চালান। আবার কেউ এসি চালানোর সময় ফ্যান চালান না। কেউ আবার এসি কিছুক্ষন চালিয়ে বন্ধ করে তারপর ফ্যান চালান। কিন্তু আসলে কোনটি ঠিক, আর কিভাবেই বা এসি চালালে বিদ্যুতের বিল কম আসবে তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাখা ও এসি উভয় একসঙ্গে চালান

অনেকেই আছেন যারা পাখা চালালে এসি চালান না আবার এসি চালালে পাখা চালান না। তবে আপনি কি জানেন এই বিষয়টি একেবারেই ভুল। বিল বাঁচাতে গেলে আপনাকে এসি ও ফ্যান দুটোই একসঙ্গে চালাতে হবে। আর তাহলেই ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। পাশাপাশি আপনি কতক্ষন এসি চালাচ্ছেন তার উপরেও আপনার এসির বিল নির্ভর করবে।

আরও পড়ুন: বাড়িতে বসে থাকলে রেশন কার্ড বাতিল! এমনই সিদ্ধান্ত নিল সরকার

ফ্যান চালানোর পদ্ধতি

আপনি যখন এসি চালাচ্ছেন তখন আপনাকে খুব আস্তে আস্তে ফ্যান চালাতে হবে। ভুলে হাইস্প্রিডে ফ্যান চালাবেন না। তাতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। যখনই আপনি এসির সঙ্গে ধীরে ধীরে ফ্যান চালাবেন তখন পুরো ঘরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে। এরপর কিছুক্ষণ পর আপনি এসি (AC) বন্ধ করে দিতে পারেন। কেননা, তখন আপনার ঘর পুরোই ঠান্ডা থাকবে। আপনার থাকতে অথবা ঘুমাতে কোনোরকমই অসুবিধা হবে না। দরকার হয় আপনি এসি বন্ধ করে ফ্যানের স্প্রিড বাড়িয়ে নিন।

যেভাবে বিদ্যুৎ বিল কম আসবে

বিদ্যুৎ বিল কম আসার জন্য যেমন আপনাকে এসি ও ফ্যান একসঙ্গে চালাতে হবে তেমনই আবার আপনাকে এয়ার কন্ডিশনের তাপমাত্রাও কমাতে হবে। এরফলে এসির কম্প্রেসারে চাপ পড়বে না। যারফলে বিল কম আসবে। এমনকি আপনি এসির রিমোট টাইমার সেট করেও রাখতে পারেন। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর আপনার এসি বন্ধ হয়ে যাবে। সেসময় ফ্যান চালিয়ে নিলে আপনি সর্বক্ষণই এসির ঠান্ডা অনুভব করতে পারবেন।

আরও পড়ুন: ইউজিসি নেট পরীক্ষার তারিখ বদল! কবে পরীক্ষা হবে? জেনে নাও

এমন ছোট ছোট কিছু বিষয় মাথায় রেখে চললেই আপনি এসির বিলে লাগাম টানতে পারবেন। আর এমন দরকারি নিউজ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।