Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

১লা মে থেকে বদলে গেল এই ৫টি নিয়ম, আজ না জানলে কাল পস্তাবেন

Advertisements
Advertisements

আজ থেকে বদলে গেল এই নিয়ম! কিন্তু এই নিয়মগুলি কি তা জানেন কি? আজ ১ মে অর্থাৎ মে দিবস। প্রতি মাসের শুরুতে কিছু না কিছু বদল আসে। তবে জানেন কি এই ২০২৪ সালের ১ মে নানান কিছুতে বদল এসেছে। তারমধ্যে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কের চার্জ বৃদ্ধি। চলুন তাহলে বিষয়টি এক নজরে জেনে নেওয়া যাক।

Advertisements

ক্রেডিট কার্ড: প্রথমেই আসি ক্রেডিট কার্ডের কথায়। যা কিনা এখন প্রতিটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। তবে, জানেন কি ১ মে থেকে ক্রেডিট কার্ডের নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। জানা যাচ্ছে যে, বেশিরভাগ ব্যাঙ্কেরই ক্রেডিট কার্ড ইউটিলিটি বিল পেমেন্টে অতিরিক্ত ১% চার্জ করবে। IDFC ফার্স্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই তা ঘোষণা করে দিয়েছে।

আরও পড়ুন: রাজ্যে সহায়ক ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ, মাসে মাইনে ২৫,৫০০/-

ইয়েস ব্যাংক: আপনি কি জানেন যে, ইয়েস ব্যাঙ্ক তাদের অনেক ধরনের চার্জ পরিবর্তন করেছে। প্রথমত, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ বাড়ানো হয়েছে। দ্বিতীয়ত, সেভিংস অ্যাকাউন্ট প্রো ম্যাক্স-এ ন্যূনতম গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি সেই নিয়ম না মানেন তাহলে ১০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত সেভিং অ্যাকাউন্ট প্রো প্লাসে ২৫ হাজার টাকাকে ন্যূনতম গড় ব্যালেন্স বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নিয়মগুলি আজকে অর্থাৎ ১ মে, ২০২৪ থেকে কার্যকর করা হবে৷ যদি কোন ব্যক্তি এই নিয়ম না মানেন তাহলে তাকে ৭৫০ টাকা জরিমানা হিসেবে দিতে হবে৷

এলপিজি সিলিন্ডারের দামে বদল

অনেকেই হয়তো জানেন না যে, প্রতিমাসেই এলপিজি কোম্পানিগুলি এলপিজি দামের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন আনেন। আর তারমধ্যে ১৪ কেজি রান্নার গ্যাস থাকে আর ১৯ কেজি থাকে বাণিজ্যিক গ্যাস। তবে, জানেন কি ১ এপ্রিল থেকে গ্যাসের দাম ৩০ টাকা বাড়ানো হয়েছে। এমনকি এও জানা যাচ্ছে যে, আজ থেকে ১৪ কেজি গ্যাসের দামও বাড়বে। যদিও পেট্রোলিয়াম কোম্পানিগুলো এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করেনি।

আরও পড়ুন: বাড়িতে বসে থাকলে রেশন কার্ড বাতিল! এমনই সিদ্ধান্ত নিল সরকার

ICICI ব্যাঙ্কের সার্ভিস চার্জ বৃদ্ধি

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্যাঙ্ক হল ICICI ব্যাঙ্ক। আপনি কি জানেন এই ব্যাঙ্ক গুলি আজ থেকে বেশ কিছু বিষয়ে চার্জ বৃদ্ধি করেছে। আর তারমধ্যে রয়েছে চেক বই, IMPS, ECS/NACH ডেবিট রিটার্ন, স্টপ পেমেন্ট চার্জ সহ ইত্যাদি। এমনকি ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক ফি ২০০ টাকা হবে। তবে, গ্রামীন এলাকার জন্য এই ফি ৯৯ টাকা হবে। আর এই সবকিছুই ১ মে অর্থাৎ আজ থেকে কার্যকর হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।