Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Food SI Exam 2024: ফুড SI পরীক্ষা ২০২৪ নিয়ে জরুরী নির্দেশিকা জারি! পরীক্ষার্থীরা এখুনই জানুন

Advertisements
Advertisements

Food SI Exam 2024: বর্তমান সময় হল উন্নতির যুগ। কিন্তু এই উন্নতির যুগে দাঁড়িয়েও বেকারত্ব কিছুতেই যেন কমছে না। কেননা, চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেটাই হল বেকারত্ব বাড়ার মূল কারণ। কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই WB PSC Food SI পরীক্ষা হয়ে গেল। যেখানে লক্ষ লক্ষ পরিক্ষার্থীরা কেবলমাত্র চাকরি পাওয়ার আশায় জান প্রাণ লড়িয়ে দিয়েছেন।

Advertisements

যদিও অবশেষ কার ভাগ্যের সিকে ছিড়বে সেকথা বলবে সময়ই। কিন্তু এই রাজ্যে দাঁড়িয়ে দুর্নীতি হবেনা তা আবার হয় নাকি? তেমনই এই পরীক্ষায়ও হয়েছিল দুর্নীতি। গত ১৬ মার্চ এবং ১৭ মার্চ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা আয়োজিত হয়েছিল। মূলত তিনটি শিফটে এই পরীক্ষার সময় ধার্য্য করেছিল PSC

আরও পড়ুন: রাজ্যে সহায়ক ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ, মাসে মাইনে ২৫,৫০০/-

আর সেই মতোই শনিবার থেকেই শুরু হয়ে যায় খাদ্য দফতরের ফুড SI এর পরীক্ষা। প্রথম শিফটি ছিল সকাল সাড়ে নটা থেকে এগারোটা। দ্বিতীয়টি শিফটি ছিল দুপুর সাড়ে বারোটা থেকে দুটো। আর তৃতীয়টি শিফটি ছিল বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা। এই পরীক্ষার মধ্যে দিয়ে খাদ্য ও সরবরাহ পরিষেবাতে সাব ইন্সপেক্টর পদের জন্য ৪৮০টি শূন্যপদ পূরণ করার কথা বলা হয়েছিল। কিন্তু পরীক্ষার দিন ঘটে অন্য কান্ড। রীতিমতো ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র।

এমনকি কোনো কোনো জায়গায় দেখা যায় যে, পরীক্ষার্থীরা রীতিমতো উত্তরপত্র নিয়েই পরীক্ষা দিতে বসেছেন। এমনকি ছবি তুলেও পাঠিয়ে দিচ্ছে অন্যত্র। আর তারপরই এই বিষয়টি নিয়ে ৬০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়। এরপরই কেসটি আসে হাইকোর্টের কাছে। আর সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা স্পষ্টই জানিয়ে দেয় যে, এই নিয়োগ প্রক্রিয়া আর চালানো যাবেনা।

আরও পড়ুন: বাড়িতে বসে থাকলে রেশন কার্ড বাতিল! এমনই সিদ্ধান্ত নিল সরকার

আর সেই নিয়ে ১১ দফার একটি নোটিশও জারি করেছে হাইকোর্ট। আর সেই পিডি এফের মাধ্যমেই তুলে ধরা হয়েছে গোটা দুর্নীতি। এমনকি তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। এবার দেখার পালা আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয়।

Official Notice: Download

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।