Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Omron Healthcare Scholarship: রাজ্যের পড়ুয়ারা পাবে ২০ হাজার টাকা, এই স্কলারশিপে নাম লেখান

Advertisements
Advertisements

Omron Healthcare Scholarship: সুখবর! রাজ্যবাসীর সুবিধার্থে এসে গেল ওমরন স্কলারশিপ। ওমরন হেলথকেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হল উচ্চ-মানের রক্তচাপ মনিটর, শ্বাসযন্ত্রের চিকিৎসা ডিভাইস, শরীরের চর্বি মনিটর, ডিজিটাল থার্মোমিটার, ব্যথা নিরাময়ের সরঞ্জাম এবং আরও অনেক কিছুর একটি প্রদানকারী একটি সংস্থা। মূলত এই সংস্থাটি স্বাস্থ্য সচেতনতা প্রচার করতে এবং ব্যক্তিদের স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসের জন্যই কাজ করে থাকে।

Advertisements

চলুন তবে, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ওমরন স্কলারশিপ সমন্ধে সবিস্তারে জেনে নেওয়া যাক।

এই ওমরন স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে?

  1. যে কোনও স্কুলে ৯ থেকে ১২ শ্রেণীতে পড়া মেয়ে শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করার যোগ্য।
  2. শিক্ষার্থীদের তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে।
  3. আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় ৮,০০,০০০ টাকার কম হতে হবে।
  4. এই স্কলারশিপে আবেদন করাফ জন্য প্যান ইন্ডিয়া আবেদনকারীরা যোগ্য।

আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হল! ২৩ জেলা থেকে আবেদন করুন

এই ওমরন স্কলারশিপের সুবিধা?

এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রীরা এককালীন ২০,০০০ টাকা করে দেবে।

ওমরন স্কলারশিপের জন্য কি কি নথি লাগবে?

  1. আগের বছরের মার্কশিট লাগবে।
  2. পরিচয় প্রমাণ পত্র হিসেবে (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড লাগবে।
  3. বর্তমানে স্কুলে ভর্তির প্রমাণ পত্র/ প্রতিষ্ঠানের পরিচয়পত্র লাগবে।
  4. পারিবারিক আয়ের প্রমাণপত্র লাগবে।
  5. ঠিকানার প্রমাণপত্র হিসেবে (আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুৎ বিল) লাগবে।
  6. পাসপোর্ট সাইজের সাম্প্রতিককালের ছবি থাকবে।

আরও পড়ুন: কোনো ছাড়পত্র ছাড়াই অনলাইনে করা যাবে উচ্চশিক্ষা! দেখে নিন UGC Higher Study Notice

ওমরন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন?

  1. ওমরণ স্কলারশিপের জন্য নীচের বোতামে ক্লিক করতে হবে।
  2. তারপর আপনার আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করুন। এরপর ‛অ্যাপ্লিকেশন ফর্ম পেজ’-এ যান।
  3. তারপর আপনার ইমেল, মোবাইল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ সবকিছু নিবন্ধন করুন।
  4. এরপর ‛ওমরন হেলথকেয়ার স্কলারশিপ ২০২৪-২৫ আবেদন ফর্মটি পূরণ করুন।
  5. এরপর আবেদন পত্রটি পূরণ করে জমা দিয়ে দিন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।