Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

এবার মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, তার সাফল্যের রহস্য ফাঁস!

Advertisements
Advertisements

নার্সারি থেকে ফাস্ট! আর এবার মাধমিকেও প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন। কিন্তু তার সাফল্যের রহস্য কি জানেন? সম্প্রতি সেটাই ফাঁস হল। আজ ২ মে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন। আর সেই মতোন রেজাল্টও বেড়িয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কথা অনুয়ায়ী পরীক্ষার ঠিক তিনমাস অর্থাৎ ৯০ দিনের মাথায় এই রেজাল্ট বেড়িয়েছে। এ বছর পাশের হারে এগিয়ে আছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।

Advertisements

কিন্তু জানেন কি এবারের প্রথম হওয়া ছাত্র চন্দ্রচূড় সেনের এই সাফল্যের পিছনের চাবিকাঠি আসলে কি? কোচবিহারের রামঘোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রশেখর এবারে মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে ৬৯৩ নম্বর পেয়েছেন। তার কথা অনুযায়ী পড়াশোনায় তার কোন বাঁধাধরা নিয়ম ছিল না। যখনই ভালো লাগতো তখনই নাকি সে পড়তো। পড়াশোনার পাশাপাশি চন্দ্রচূড় কবিতা, আবৃত্তি, গান, গল্পের বই পড়া এগুলিতে তার খুবই আগ্রহ।

আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, চাকরিহারা প্রার্থীদের মুখে হাসি ফুটল

তবে, আগামীদিনে চন্দ্রচূড় ডাক্তার হতে চায়। আর সেইমতোন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর তার এই ডাক্তার হওয়ার স্বপ্ন শুধু তার একার নয়। তার এই স্বপ্ন তার বাবা-মায়েরও। চন্দ্রচূড়ের এই সাফল্য নিয়ে তার বাবা জানিয়েছেন যে, ছোট থেকেই এই দিনের আশায় ছিলাম। কখনও দ্বিতীয় হয়নি, সব ক্লাসেই প্রথম হয়ে এসেছে। এক থেকে দশের মধ্যে নাম থাকবে আশা ছিল। তবে, প্রথম হবে সেটা কখনও ভাবিনি।

তবে, ছেলের এই সাফল্যে বাবা যে খুবই গর্বিত তা তার চোখমুখ দেখলেই তা স্পষ্ট। এমনকি চন্দ্রচূড়ের মা মৌসুমী দেবীও তার ছেলেকে নিয়ে যথেষ্ঠ গর্বিত বোধ করছেন। এবার শুধু দেখার পালা আগামীদিনে চন্দ্রচূড় কত ভালো একজন রাজ্য তথা দেশের চিকিৎসক হয়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।